কৃষি প্রযুক্তি ভাণ্ডার

প্রযুক্তির বিবরণ
প্রযুক্তির নাম :কলার পানামা রোগ
বিস্তারিত বিবরণ :
সনাক্তকারী বৈশিষ্ট্য :
• নীচের পাতার কিনারা হলুদ হয় ও পত্রফলক পত্রবৃন্ত থেকে ভেঙ্গে ঝুলে পড়ে।
• কোন কোন সময় গাছ লম্বালম্বিভাবে ফেটেও যেতে পারে এবং ভুয়াকান্ডের ভিতরের অংশ হলদে বাদামী রং ধারণ করে। গাছ ফলন ক্ষমতা হারিয়ে ফেলে ও মারা যায়।
দমন ব্যবস্থাপনা
রোগমুক্ত চারা ব্যবহার করতে হবে। কলার জমিতে পানি নিষ্কাশনের সুব্যবস্থা রাখাতে হবে। চারা লাগানোর পূর্বে অটোস্টিন(২.৫ গ্রাম/লিটার হারে) দিয়ে চারা শোধন করতে হবে। এই রোগে আক্রান্ত জমিতে পরবর্তি ৩-৪ বছর কলা চাষ করা যাবে না।
পানামা রোগাক্রান্ত গাছ
প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে কথা বলুন।
বিস্তারিত বিবরণ :
সনাক্তকারী বৈশিষ্ট্য :
• নীচের পাতার কিনারা হলুদ হয় ও পত্রফলক পত্রবৃন্ত থেকে ভেঙ্গে ঝুলে পড়ে।
• কোন কোন সময় গাছ লম্বালম্বিভাবে ফেটেও যেতে পারে এবং ভুয়াকান্ডের ভিতরের অংশ হলদে বাদামী রং ধারণ করে। গাছ ফলন ক্ষমতা হারিয়ে ফেলে ও মারা যায়।
দমন ব্যবস্থাপনা
রোগমুক্ত চারা ব্যবহার করতে হবে। কলার জমিতে পানি নিষ্কাশনের সুব্যবস্থা রাখাতে হবে। চারা লাগানোর পূর্বে অটোস্টিন(২.৫ গ্রাম/লিটার হারে) দিয়ে চারা শোধন করতে হবে। এই রোগে আক্রান্ত জমিতে পরবর্তি ৩-৪ বছর কলা চাষ করা যাবে না।

পানামা রোগাক্রান্ত গাছ
প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে কথা বলুন।