কৃষি প্রযুক্তি ভাণ্ডার

প্রযুক্তির বিবরণ
প্রযুক্তির নাম :টমেটো ও বেগুনের শিকড়ে গিট কৃমি
বিস্তারিত বিবরণ :
সনাক্তকারী বৈশিষ্ট্য :
গাছ তুললে শিকড়ে অসংখ্য ছোট বড় গিট দেখা যায়। সাধারণতঃ আক্রান্ত স্থলের কোষের আকার খুব দ্রুত বৃদ্ধি মারাত্মকভাবে বাধাগ্রস্থ হয়। গাছে ফুল ধরার ক্ষমতা আশংকাজনকভাবে কমে যায় এবং ফল ধরে না বললেই চলে। গাছ খর্বাকৃতি ও দুর্বল হয়।
দমন ব্যবস্থাপনা :
চারা বপনের তিন সপ্তাহ পূর্বে প্রতি হেক্টরে ৩ টন কাচা মুরগীল বিষ্ঠা মাটির সংগে মিশিয়ে দিতে হবে। লাগানোর পূর্বে প্রতি হেক্টরে ২৫ কেজি ফুরাডান ৫ জি মাটিতে প্রয়োগ করতে হবে।ফসলের অবশিষ্টাংশ পুড়িয়ে ফেলতে হবে। শস্য পর্যায় (সরিষা, বাদাম, ভুট্টা, ধান, মরিচ ইত্যাদি) অবলম্বন করতে হবে।
কৃমি রোগে আক্রান্ত টমেটো ও বেগুন গাছের শিকড় (ছবি-১)
কৃমি রোগে আক্রান্ত টমেটো ও বেগুন গাছের শিকড় (ছবি-২)
প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে কথা বলুন।
বিস্তারিত বিবরণ :
সনাক্তকারী বৈশিষ্ট্য :
গাছ তুললে শিকড়ে অসংখ্য ছোট বড় গিট দেখা যায়। সাধারণতঃ আক্রান্ত স্থলের কোষের আকার খুব দ্রুত বৃদ্ধি মারাত্মকভাবে বাধাগ্রস্থ হয়। গাছে ফুল ধরার ক্ষমতা আশংকাজনকভাবে কমে যায় এবং ফল ধরে না বললেই চলে। গাছ খর্বাকৃতি ও দুর্বল হয়।
দমন ব্যবস্থাপনা :
চারা বপনের তিন সপ্তাহ পূর্বে প্রতি হেক্টরে ৩ টন কাচা মুরগীল বিষ্ঠা মাটির সংগে মিশিয়ে দিতে হবে। লাগানোর পূর্বে প্রতি হেক্টরে ২৫ কেজি ফুরাডান ৫ জি মাটিতে প্রয়োগ করতে হবে।ফসলের অবশিষ্টাংশ পুড়িয়ে ফেলতে হবে। শস্য পর্যায় (সরিষা, বাদাম, ভুট্টা, ধান, মরিচ ইত্যাদি) অবলম্বন করতে হবে।

কৃমি রোগে আক্রান্ত টমেটো ও বেগুন গাছের শিকড় (ছবি-১)

কৃমি রোগে আক্রান্ত টমেটো ও বেগুন গাছের শিকড় (ছবি-২)
প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে কথা বলুন।