Back  
Print This Document

প্রযুক্তির বিবরণ

প্রযুক্তির নাম :হাই স্পিড রোটারি টিলার

বিস্তারিত বিবরণ : 
পাওয়ার টিলার দিয়ে শুকনা জমি চাষ করতে যেখানে ৫–৬টি চাষের প্রয়োজন হয়, হাই স্পিড রোটারি টিলার দিয়ে সেখানে ১-২টি চাষ যথেষ্ট। হাই স্পিড রোটারি টিলার এসব পাওয়ার টিলার অপেক্ষাও উন্নত মানের শুকনা জমি চাষের যন্ত্র যাতে ৪৮ টি ফাল লাগানো থাকে।
বৈশিষ্ট্যসমুহ:
১। ১-২টি চাষ দিয়ে স্বপ্ল সময়ে জমি তৈরি করে জমিতে ফসল আবাদ করা যায়।
২। যন্ত্রের রোটারি ব্লেড শ্যাফট উচ্চ গতিতে ঘুরে বিধায় জমির ঢেলা খুব ছোট হয় ও মাটি ভাল গুঁড়া বা মিহি হয়।
৩। হাই স্পিড রোটারি টিলারে প্রচলিত টিলারের তুলনায় ৫০% সময় ও আর্থিক সাশ্রয় হয়।
৪। প্রতি ঘন্টায় ০.১ হেক্টর (২৪ শতাংশ) জমি চাষ করতে পারে।
৫। যন্ত্রটি দিয়ে প্রতি হেক্টর জমি চাষ করতে মাত্র ৩৪০০ টাকা খরচ হয়।
৬। যন্ত্রটির বাজার মূল্য ৫৫,০০০ টাকা।


প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে কথা বলুন।
 
Back