Back  
Print This Document

প্রযুক্তির বিবরণ

প্রযুক্তির নাম :বারি আলু উত্তোলন যন্ত্র

বিস্তারিত বিবরণ : 
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত আলু উত্তোলন যন্ত্রটি ছোট ও স্বল্প খরচের যা সহজে পাওয়ার টিলার এর সাথে সংযোগ করা যায়। এই যন্ত্রটি সর্বোচ্চ পরিমাণ আলু মাটির গভীর থেকে উন্মুক্ত হওয়া নিশ্চিত করে ও শ্রমিক সাশ্রয়ী ।
বৈশিষ্ট্যসমূহঃ
১। যন্ত্রটি একবার অতিক্রমকালে একটি উচু সারির মাটি কর্তন করে সর্বোচ্চ পরিমাণ আলু মাটির গভীর থেকে উন্মুক্ত হওয়া নিশ্চিত করে
২। রিজ কাটিং এর গভীরতা নিয়ন্ত্রনযোগ্য
৩। স্থানীয় প্রকৌশল কারখানায় এ যন্ত্র ও যন্ত্রাংশ তৈরি করা যায়
৪। পরিচালনা ও রক্ষণাবেক্ষণ অনেক সহজ
৫। পরিচালনার জন্য দক্ষশ্রমিকের প্রয়োজনীয়তা নেই
৬। প্রতিকূল আবহাওয়ায় ব্যবহার উপযোগী
৭। ৯৬–৯৯% আলু মাটির সমতলে উন্মুক্ত করে যা আলু সংগ্রহের সহায়ক
৮।কার্যক্ষমতা ০.১২ হেক্টর/ঘন্টা (৩০ শতাংশ/ঘন্টা)
৯। মোট উত্তোলন খরচের ৫০–৫৫% কমানো যায়
১০। ৬০–৬৫% শ্রমিক নির্ভরতা কমায়
১১। প্রচলিত পদ্ধতির তুলনায় কন্দালের বহ্যিক ক্ষতি ৮০–৯০% কম হয়


প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে কথা বলুন।
 
Back