Back  
Print This Document

প্রযুক্তির বিবরণ

প্রযুক্তির নাম :অল্টারনেট ফারো সেচ পদ্ধতিতে ফসল উৎপাদন

বিস্তারিত বিবরণ : 

১। অল্টারনেট ফারো সেচ হলো এমন একটি সেচ প্রযুক্তি যার মাধ্যমে একটি ফারো অন্তর অপর ফারোতে পানি সরবরাহ করা হয়।
২। দুই ফারোর মধ্যবর্তী ফারো শুষ্ক থাকে যা পরবর্তী সেচের সময় শুষ্ক ফারোতে পানি সরবরাহ করা হয় এবং পূর্বের সেচকৃত ফারোগুলো পরবর্তী সেচের সময় শুষ্ক রাখা হয়।
৩। প্রচলিত সেচ পদ্ধতির চেয়ে এই পদ্ধতিতে শতকরা প্রায় ৩০-৩৫ ভাগ পানি সাশ্রয় হয়।
৪।এই পদ্ধতিতে কম পানি ব্যবহার করেও নীট মুনাফা প্রচলিত সেচ পদ্ধতির চেযে শতকরা প্রায় ৫-১০ ভাগ বেশি পাওয়া যায়।
৫। পর্যায়ক্রমিক শুষ্ক ও ভিজা থাকার কারণে সারের অপচয় কম হয়, কিছু কিছু নতুন পাশর্বমূলের বৃদ্ধির প্রবণতা জন্মায় যা মূলের শুষ্ক পার্শ্বে রাসায়নিক সংকেতের মাধ্যমে অতিরিক্ত পানির বাস্পায়ন রোধ করে গাছকে সচল রাখে।
৬। প্রচলিত ফারো সেচ পদ্ধতির মতই এই পদ্ধতিতে গাছ সমহারে খাদ্যোপদান গ্রহণ করতে পারে ।
উপযোগী ফসল
উঁচু বেডে সারিতে লাগানো ফসল যেমন, টমেটো, ভূট্টা, আলু, সূর্যমুখী ইত্যাদি চাষে অল্টারনেট ফারো সেচ পদ্ধতি উপযুক্ত।
ব্যবহার উপযোগী এলাকা
খরাপ্রবণ এলাকায় যেখানে পানির ব্যবহার সীমিত, সেসব এলাকায় সেচের পানি বিতরণের ক্ষেত্রে এটি একটি সহজতর সময়োপযোগী কৃষকবান্ধব সেচ পদ্ধতি। তবে বেলে মাটিতে এই প্রযুক্তি কার্যকর নহে।

অল্টারনেট ফারো সেচ ছবি-১ টমেটো

অল্টারনেট ফারো সেচ ছবি-২ আলু


প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে কথা বলুন।
 
Back