Back  
Print This Document

প্রযুক্তির বিবরণ

প্রযুক্তির নাম :সমন্বেত আগাছা দমনের মাধ্যমে মুগডালের মানসম্পন্ন বীজ উৎপাদন

বিস্তারিত বিবরণ : 
মুগডাল ফসল উৎপাদনে আগাছার উপদ্রব একটি মারাত্মক সমস্যা। বিশেষতঃ খরিপ-১ মৌসুমে আগাছা দমন দুরূহ হয়ে পড়ে। মুগডালের মানসম্পন্ন বীজ উৎপাদনে বীজ বপনপূর্বক আগাছানাশক প্রয়োগ এবং এর সাথে বীজ বপন পরবর্তী আগাছা দমন খুবই কার্যকরী। জমি চাষের এক সপ্তাহ পূর্বে আগাছানাশক গ্লাইকোফোসেট প্রতি লিটার পানিতে ৭.৫ মিলিলিটার হারে ৫ শতক জমির জন্য ১০ লিটার মিশ্রণ প্রয়োগ করে পরবর্তীতে চারা গজানোর ২০ দিন পর একবার নিড়ানী দ্বারা আগাছা পরিস্কার করলে ১.৫৭ টন/হেক্টর মানসম্পন্ন (শতকরা ৮০ ভাগের অধিক গজানো ক্ষমতাসম্পন্ন) মুগডালের বীজ পাওয়া যায়। আগাছানাশক গ্লাইকোফোসেট সব ধরনের আগাছা দমনের জন্য কার্যকরী।
সমন্বিত আগাছা দমন প্রযুক্তি ব্যবহারে কৃষক একদিকে মুগডালের অধিক বীজ পাবে, অন্যদিকে বীজের উৎপাদন খরচ কম পড়বে। প্রচলিত হাতদ্বারা আগাছা দমন পদ্ধতিতে অনেক কৃষি শ্রমিকের প্রয়োজন পড়ে, তাছাড়া সময়মত কৃষি শ্রমিক পাওয়াও যায় না। সমন্বিত আগাছা দমন প্রযুক্তি ব্যবহারে কৃষক স্বল্প খরচে ও সঠিক সময়ে আগাছা দমন করতে পারে বিধায় মানসম্পন্ন মুগডালের অধিক বীজ উৎপাদন করতে পারে। এজন্য কৃষকেরা অধিক আয় করতে পারে। এই প্রযুক্তিতে মোট লাভ (Gross Margin) ১,৩৪,৮৫০ টাকা/হেক্টর এবং প্রান্তিক আয়-ব্যয়ের অনুপাত (Marginal Benefit Cost Ratio) ৫.৩২।


প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে কথা বলুন।
 
Back