Back  
Print This Document

প্রযুক্তির বিবরণ

প্রযুক্তির নাম :বপন মৌসুম ও সময় নির্ধারন, ন্যাপথালিন এসেটিক এসিড প্রয়োগ এবং পড উত্তোলনের সঠিক সময় নির্ধারনের মাধ্যমে গুনগতমান সম্পন্ন মুগবীজ উৎপাদন ।

বিস্তারিত বিবরণ : 
মুগ একটি ডাল জাতীয় ফসল যা এদেশের মানুষের পুষ্টির চাহিদা মিটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই ফসল মাটির স্বাস্থ্য রক্ষার জন্যও গুরুত্বপূর্ণ অবদান রাখছে। স্বল্প মেয়াদী এই ডাল জাতীয় ফসল এদেশের প্রচলিত অনেক ফসল ধারায় খাপ খাইয়ে চাষাবাদ করা যায়। বাংলাদেশের আবহাওয়ায় মুগ খরিপ-১ (মার্চ-মে) ও খরিপ-২ (আগষ্ট-নভেম্বর) মৌসুমে চাষ করা যায়। ভাল মানের বীজ পেতে খরিপ-১ মৌসুমে মুগবীন চাষ করা উত্তম। তবে খরিপ-২ মৌসুমে অর্থ্যাৎ আগস্ট মাসে বপনকৃত মুগবীন থেকেও উন্নত মানের বীজ পাওয়া যায়। মুগবীন একটি ইনডিটারমিনেট টাইপ (Inderminate type) ফসল। সে কারণে মান সম্পন্ন বীজ পেতে হলে প্রথম বারের সংগ্রহকৃত পড থেকে বীজ সংরক্ষন করতে হবে। পরবর্তীতে উত্তোলিত পড থেকে প্রাপ্ত বীজের গজানোর ক্ষমতা এবং বীজের সতেজতা ক্রমান্বয়ে হ্রাস পায়। মুগের ফুল আসার পূর্বে (বপনের ৩০ দিনের সময়) ৩০ পিপিএম মাত্রায় ন্যাপথালিন এসেটিক এসিড গাছে একবার প্রয়োগ করলে একক জমি প্রতি বীজের উৎপাদন অধিক হয়ে থাকে।


প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে কথা বলুন।
 
Back