Back  
Print This Document

প্রযুক্তির বিবরণ

প্রযুক্তির নাম :সরিষার হোয়াইট মোল্ড রোগের সমন্বিত ব্যবস্থাপনা

বিস্তারিত বিবরণ : 

সনাক্তকারী বৈশিষ্ট্য : হোয়াইল মোল্ড সরিষার একটি মারাত্মক রোগ। এই রোগটি বাংলাদেশে স্কেলারোটিনিয়া ব্লাইট বা হোয়াইট মোল্ড বা স্টেম রট হিসাবে পরিচিত। সরিষা গাছের কান্ড ও পাতায় এই রোগের আক্রমণ দেখা যায়। প্রাথমিক পর্যায়ে আক্রান্ত স্থানে পানি ভেজা দাগ ও সাদা মাইসেলিয়া দেখা যায়। পরবর্তী পর্যায়ে আক্রান্ত স্থানে মাইসেলিয়াম থেকে মাসকলাইয়ের দানার মত স্কেলারোশিয়াম তৈরী হয় যা পরবর্তীতে কান্ডের ভিতরেও দেখা যায়।
দমন ব্যবস্থাপনা:
• সরিষার রোগমুক্ত বীজ ব্যবহার করতে হবে।
• মুরগীর বিষ্ঠা ৫ টন প্রতি হেক্টরে বীজ বপনের ২১ দিন পূর্বে প্রয়োগ করতে হবে।
• এ রোগ দেখা দেওয়ার সাথে সাথেই প্রতি লিটার পানিতে ২ গ্রাম রোভরাল মিশিয়ে ১০-১২ দিন অন্তর ৩-৪ বার স্প্রে করতে হবে।
• ট্রাইকোডারমা বায়ো ফানজিসাইড প্রয়োগ করেও এ রোগ কিছুটা নিয়ন্ত্রন করা যায়।

সরিষার হোয়াইট মোল্ড রোগের লক্ষণ


প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে কথা বলুন।
 
Back