Back  
Print This Document

প্রযুক্তির বিবরণ

প্রযুক্তির নাম :সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে বিভিন্ন সবজি ফসলে লাল মাকড় দমন

বিস্তারিত বিবরণ : 

ফসলের নামঃ বেগুনসহ বিভিন্ন সবজি
পোকার নামঃ লাল মাকড়
ক্ষতির ধরণ : বিভিন্ন ধরনের সবজি ফসলে লাল মাকড়ের আক্রমন ব্যপকভাবে পরিলক্ষিত হচ্ছে। লাল মাকড় আক্রান্ত বেগুনের পাতার হলুদাভ ছোপ ছোট দাগের সৃষ্টি হয়। যখন এই ধরনের আক্রমণ পাতার নীচে দিকে মাঝখানে বেশী হয় তখন প্রায় সব ক্ষেত্রেই পাতা কুকড়িয়ে যেতে দেখা যায়। ব্যাপক আক্রমণের ফলে সম্পূর্ণ পাতা হলুদ ও বাদমী রং ধারণ করে এবং শেষ পর্যন্ত পাতা ঝরে পড়ে।
দমন ব্যবস্থাপনা : নিমোক্ত আইপিএম পদ্ধতি ব্যবহার করে পাতার হপার পোকা অত্যন্ত কার্যকরীভাবে দমন করা যায়।
* নিমতেল ৫ মিলি + ৫ গ্রাম ট্রিকস প্রতি লিটার পানিতে মিশিয়ে পাতার নীচের দিকে স্প্রে করা বা এক কেজী আধা ভাঙ্গা নিম বীজ ২০ লিটার পানিতে ১২ ঘন্টা ভিজিয়ে রেখে উক্ত পানি (ছেকে নেওয়ার পর) পাতার নীচের দিকে স্প্রে করা।
* পাইরিথ্রয়েড় জাতীয় কীটনাশক ব্যবহার যথাসম্ভব পরিহার করতে হবে। পাইরিথ্রয়েড জাতীয় কীটনাশক অতিরিক্ত ব্যবহারে জমিতে একদিক যেমন পরভোজী মাকড়ের সংখ্যা কমে যায় অন্যদিকে অনেক সময় মাকড়ের ডিম পাড়ার ক্ষমতা বেড়ে যায়, ফলশ্রুতিতে ক্ষতিকারক মাকড়ের আক্রমণ বৃদ্ধি পায়।
* আক্রমণের হার অত্যন্ত বেশী হলে জৈব মাকড়নাশক এবামেকটিন ১.৮ ইসি প্রতি ১০ লিটার পানিতে ১৫ মিলি (৩ মুখা) হারে) পাতা ভিজিয়ে স্প্রে করে মাকড়ের আক্রমণ প্রতিহত করা সম্ভব।

বেগুনের জমিতে লাল মাকড়ের ব্যাপক আক্রামন

আইপিএম পদ্ধতিতে লাল মাকড় দমন


প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে কথা বলুন।
 
Back