Back  
Print This Document

প্রযুক্তির বিবরণ

প্রযুক্তির নাম :বারি নারিকেলের ছোবড়া ছাড়ানো যন্ত্র

বিস্তারিত বিবরণ : 
নারিকেল বাংলাদেশের খুব সুপরিচিত ও জনপ্রিয় ফল। ইহা উপকূলীয় অঞ্চলে অধিক হারে উৎপাদিত হয়। সাধারণত গ্রামাঞ্চলে হাতের সাহায্যে ধারালো লোহা অথবা সারাশির সাহায্যে নারিকেলের ছোবড়া ছাড়ানো হয় যা সময় সাপেক্ষ ও কষ্ট সাধ্য। এই কাজের জন্য দক্ষ শ্রমিকের ও প্রয়োজন। ফলে সকল আকারের ও স্বল্প সময়ে অধিক হারে নারিকেলের ছোবড়া ছাড়ানোর জন্য শক্তি চালিত নারিকেলের ছোবড়া ছাড়ানো যন্ত্রটি উদ্ভাবন করা হয়েছে।
বৈশিষ্ট্যসমুহঃ
১। যন্ত্রটি দিয়ে সহজে ও দ্রুত সকল আকারের নারিকেলের ছোবড়া ছাড়ানো যায়
২। এই যন্ত্র দিয়ে প্রচলতি পদ্ধতির তুলনায় দ্বিগুণ পরমিাণ নারিকেলের ছোবড়া ছাড়ানো যায়
৩। একশত নারিকেলের খোসা ছাড়াতে খরচ হয় ৪০ টাকা
৪। যন্ত্রটি প্রচলিত পদ্ধতির তুলনায় ৫৭% খরচ এবং৫০% সময় সাশ্রয় করে
৫। স্থানীয় সেবা প্রদানকারীগণ যন্ত্রটি ভাড়া খাটিয়ে আর্থিকভাবে লাভবান হবেন
৬। যন্ত্রটির কার্যক্ষমতাঃ৩০০টি নারিকেল/ঘন্টা
৭। ছোবড়া ছাড়ানোর খরচঃপ্রতি নারিকেল ৪০পয়সা মাত্র
৮। যন্ত্রটির বাজার মূল্যঃ ৭৫,০০০টাকা


প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে কথা বলুন।
 
Back