কৃষি প্রযুক্তি ভাণ্ডার
প্রযুক্তির বিবরণ
প্রযুক্তির নাম :গোবর ও মুরগীর বিষ্ঠা ব্যবহার করে ইঁদুর দমন
বিস্তারিত বিবরণ :
ইঁদুর গোলাঘর ও মাঠে যথেষ্ট ক্ষতি করে থাকে। তাছাড়া ও ইঁদুর নানা প্রকার রোগ ছড়ায়।বেশীর ভাগ ইঁদুর গর্তে বাস করে বলে সম্পূর্ণভাবে দমন বা নির্মুল করা সম্ভব হয় না তাই এদের সংখ্যা কমিয়ে মুল্যবান ফসল রক্ষা করে খাদ্যভাব দূর করার চেষ্টা করতে হবে।গোবর ও মুরগীর বিষ্ঠা বাংলাদেশে একটি সহলভ্য দ্রব্য যা ব্যবহার করে সহজেই ইঁদুরকে বিতারিত করা যায়। গোবর ও মুরগীর বিষ্ঠা (প্রতি লিটার পানিতে ৩০০ গ্রাম) মিশ্রিত পানি সতেজ গর্তে প্রয়োগ করে গর্তের মুখ বন্ধ করে দিতে হবে। প্রতি গর্তে ৩/৪ লিটার পর্যন্ত পানি লাগতে পারে। ৭ দিন অন্তর ২/৩ বার প্রয়োগ করতে হবে। ইহা একটি পরিবেশবান্ধব সহজ পদ্ধতি। বিশেষ করে ধান ও গম ক্ষেতে এমনকি মুরগীর খামারে ও এই পদ্ধতি সফল ভাবে ব্যবহার করা যেতে পারে।
ব্যবহারের স্থানঃ বাংলাদেশের যে কোন স্থানে ব্যবহার যোগ্য।
ইঁদুরের গর্তে গোবর মিশ্রিত পানি ব্যবহার
প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে কথা বলুন।
বিস্তারিত বিবরণ :
ইঁদুর গোলাঘর ও মাঠে যথেষ্ট ক্ষতি করে থাকে। তাছাড়া ও ইঁদুর নানা প্রকার রোগ ছড়ায়।বেশীর ভাগ ইঁদুর গর্তে বাস করে বলে সম্পূর্ণভাবে দমন বা নির্মুল করা সম্ভব হয় না তাই এদের সংখ্যা কমিয়ে মুল্যবান ফসল রক্ষা করে খাদ্যভাব দূর করার চেষ্টা করতে হবে।গোবর ও মুরগীর বিষ্ঠা বাংলাদেশে একটি সহলভ্য দ্রব্য যা ব্যবহার করে সহজেই ইঁদুরকে বিতারিত করা যায়। গোবর ও মুরগীর বিষ্ঠা (প্রতি লিটার পানিতে ৩০০ গ্রাম) মিশ্রিত পানি সতেজ গর্তে প্রয়োগ করে গর্তের মুখ বন্ধ করে দিতে হবে। প্রতি গর্তে ৩/৪ লিটার পর্যন্ত পানি লাগতে পারে। ৭ দিন অন্তর ২/৩ বার প্রয়োগ করতে হবে। ইহা একটি পরিবেশবান্ধব সহজ পদ্ধতি। বিশেষ করে ধান ও গম ক্ষেতে এমনকি মুরগীর খামারে ও এই পদ্ধতি সফল ভাবে ব্যবহার করা যেতে পারে।
ব্যবহারের স্থানঃ বাংলাদেশের যে কোন স্থানে ব্যবহার যোগ্য।
ইঁদুরের গর্তে গোবর মিশ্রিত পানি ব্যবহার
প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে কথা বলুন।