Back  
Print This Document

প্রযুক্তির বিবরণ

প্রযুক্তির নাম :লাউ এর ডগা উৎপাদনে ইউরিয়া সারের ব্যবহার

বিস্তারিত বিবরণ : 
বর্তমানে বাংলাদেশে লাউ এর ডগা একটি জনপ্রিয় শাক হিসেবে পরিচিতি পাচ্ছে। এদেশের কৃষক খুব সহজে লাউ এর ডগা উৎপাদন করে সর্বোচ্চ মুনাফা অর্জন করতে পারে। প্রায় ১৫ দিন অন্তর অন্তর ৪-৫ বার ডগা সহজেই তোলা যায়। এতে লাউ এর পাতার বৃদ্ধির জন্য এবং বার বার উত্তোলনের জন্য ইউরিয়া সারের ব্যবহার একটি গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আমাদের দেশে লাউ এর ডগা উৎপাদনের জন্য ইউরিয়া সারের কোন সার সুপারিশমালা নেই। টাংগাইল অঞ্চলে সরেজমিন গবেষণা বিভাগ এ ২০১৪-২০১৭ সাল পর্যন্ত গবেষণা চালিয়ে ইউরিয়া সারের সুষম মাত্রা বের করেন। যদি ২১৭ কেজি ইউরিয়া (১০০ কেজি নাইট্রোজেন) এর এক তৃতীয়াংশ ২-৩ পাতা অবস্থায় এবং বাকী ইউরিয়া প্রতি বার ডগা উত্তোলনের পর প্রয়োগ করলে প্রায় ৫৫ টন প্রতি হেক্টরে ডগা উৎপাদন করা সম্ভবপর হয়। উপযোগী অঞ্চল: টাঙ্গাইল ও কৃষি পরিবেশ অঞ্চল ৭, ৮, ৯ এবং ২৮ এর অনুরূপ অঞ্চল।
উৎপাদন প্রযুক্তি
লাউ এর বারি লাউ-৪ জাত অক্টোবর মাসের ৩য় সপ্তাহে ৩০x২০ সেমি দূরত্বে রোপন করে রোপনের ৩৫ দিন পর থেকেই ডগা কর্তন শুরু করা যায় এবং ৯৫ দিন পর্যন্ত তা অব্যাহত থাকে। এতে করে হেক্টরপ্রতি ৫৫ টন শাক পাওয়া যায়।
সারের নাম পরিমাণ(কেজি/হেক্টর)
ইউরিয়া ২১৭
টিএসপি ২৪০
এমওপি ১২০
জিপসাম ১৭.৬
জিংক সালফেট
বরিক এসিড ১২.৫
গোবর সার ৫০০

সার প্রয়োগ পদ্ধতি ও আন্ত:পরিচর্যা: অর্ধেক পটাশ সার, সম্পূর্ণ গোবর সার এবং অন্যান্য সকল সার শেষ জমি প্রস্তুতের সময় প্রয়োগ করতে হবে। বাকী পটাশ সার সমান পাঁচ ভাগে ভাগ করে উইরিয়ার সাথে প্রয়োগ করতে হবে। লাউ ফসল পানির প্রতি খুবই সংবেদনশীল। কাজেই সেচ নালা দিয়ে প্রয়োজন অনুসারে নিয়মিত সেচ দিতে হবে। লাউয়ের জমিতে কখনও সমসত্ম জমি ভিজিয়ে পস্নাবন সেচ দেয়া যাবে না। শুধুমাত্র সেচ নালায় পানি দিয়ে আটকে রাখলে গাছ পানি টেনে নিবে। প্রয়োজনে সেচ নালা হতে ছোট কোন পাত্র দিয়ে কিছু পানি গাছের গোড়ায় সেচ দেওয়া যায়। শুস্ক মৌসুমে লাউ ফসলে ৫-৭ দিন অন্তর সেচ দেয়ার প্রয়োজন পড়ে। গাছের গোড়ার দিকে ৪০-৪৫ সেমি পর্যন্ত শোষক শাখা (ডালপালা) গুলো ধারালো ব্লেড দিয়ে কেটে অপসারণ কতে হবে।
এই ফসল উৎপাদনে মোট আয় হেক্টর প্রতি ১২০৮৬৯৬ টাকা, উৎপাদন ব্যয় হেক্টর প্রতি ১৫০১৫২ টাকা এবং লাভ খরচের অনুপাত ৮.০৫।


প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে কথা বলুন।
 
Back