Back  
Print This Document

প্রযুক্তির বিবরণ

প্রযুক্তির নাম :উঁচু গঙ্গাবাহিত প্লাবন ভূমিতে আলু-পেঁয়াজ/ভুট্টা-রোপাআমন ধান ফসল ধারায় সার সুপারিশমালা

বিস্তারিত বিবরণ : 
রাজশাহী অঞ্চলের প্রচলিত ফসল ধারা আলু-পেঁয়াজ/ভুট্টা-রোপাআমন ধান এ কোন সার সুপারিশমালা না থাকায় প্রথম ফসল আলুতে ২-৩ গুন বেশী সার প্রয়োগ করা হয় ফলে কৃষক অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্থ হয়। এজন্য ফসলধারা ভিত্তিক সার ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ। রাজশাহী অঞ্চলে ২০১৪-২০১৭ সাল পর্যন্ত গবেষণা চালিয়ে সার সুপারিশমালা বের করে সমন্বিত পুষ্টি ব্যবস্থাপনার মাধ্যমে ধানের সমতুল্য ফলন ৫০.১৭ টন/হেক্টর যেখানে কৃষকের ব্যবহৃত ফসল ধারায় সমতুল্য ফলন ৪৮.০৫ টন/হেক্টর পাওয়া যায় এতে কৃষকের ফসলধারার তুলনায় ৭% বেশীলাভ পাওয়া যায়। উপযোগী অঞ্চল: রাজশাহী ও কৃষি পরিবেশ অঞ্চল ১১ এর অনুরূপ অঞ্চল।
উৎপাদন প্রযুক্তি
আলুর জন্য বারি আলু-৭, পেঁয়াজের জন্য বারি পেঁয়াজ-২, ভূট্টার জন্য এনকে-৪০ এবং রোপা আমন ধানের ব্রি ধান৩৩ জাত ব্যবহার করতে হবে। বপন/রোপন দূরত্ব হবে যথাক্রমে ৬০x২৫, ১৫x২০, ৬০x২০ এবং ২০x১৫ সেমি। আলু নভেম্বরের ১ম সপ্তাহে, পেঁয়াজ ফেব্রুয়ারির ১ম সপ্তাহে, ভুট্টা এপ্রিলের ১ম সপ্তাহে এবং রোপা আমন ধান জুলাই এর শেষ সপ্তাহে বপন/রোপন করতে হবে। বীজের হার যথাক্রমে হেক্টরপ্রতি ১৫০০ কেজি, ৪ কেজি, ২১ কেজি এবং ৩০ কেজি।
সারের নাম পরিমান (কেজি/হেক্টর)
আলু পেঁয়াজ ভুট্রা রোপা আমন ধান
ইউরিয়া ৩০৫ ২০২ ৫৪৫ ১৩৫
টিএসপি ৯৫ ১৪৫ ২৬৫ ৩০
এমওপি ১৯২ ১৭০ ২০০ ৪০
জিপসাম ৬৩ ১২০ ২৫০ ৪৫
জিংক সালফেট ১১ -
বরিক এসিড - - -
গোবর সার ৫০০০ - - -

সার প্রয়োগ পদ্ধতি, আন্ত: পরিচর্যা ও ফলনঃ
আলু: ইউরিয়া ছাড়া সকল সার শেষ জমি প্রস্তুতের সময় এবং ইউরিয়া সমান ২ ভাগে রোপনের ২৫ এবং ৪৫ দিন পর প্রয়োগ করতে হবে। আলু রোপণের ২০ দিন পর আগাছা দমন ও সেচ দিতে হবে। আলুর ব্লাইট রোগ দমনের জন্য ডায়থেন এম-৪৫ ডাপ্লিউপি প্রতি লিটার পানিতে ০.২ গ্রাম মিশিয়ে রোপনের ৪০ দিন পর প্রতি ১০ দিন অন্তর ২ বার স্প্রে করতে হবে। ফসল সংগ্রহ: ফেব্রুয়ারির ১ম সপ্তাহ। ফলন: ২৬ টন/হেক্টর।
পেঁয়াজ: পেঁয়াজে অর্ধেক ইউরিয়া এবং অন্যান্য সার শেষ চাষের সময় এবং অবশিষ্ট ইউরিয়া চারা রোপনের ৩০ দিন পর উপরি প্রয়োগ করতে হবে। রোপনের ৩৫ দিন পর থ্রিপস দমনের জন্য ম্যালাথিয়ন ৫৭ ইসি ৥ ২ মিলিলিটার প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে। ফসল সংগ্রহ: এপ্রিলের ৩য় সপ্তাহ। ফলন: ১০.৫ টন/হেক্টর।
ভুট্টা: ইউরিয়া ছাড়া সকল সার শেষ জমি প্রস্তুতের সময় এবং ইউরিয়া সমান ২ কিস্তিতে বপনের ৩০ এবং ৬০ দিন পর প্রয়োগ করতে হবে। কাটুই পোকা দমনের জন্য ফুরাডান ১০ কেজি/হেক্টর জমি তৈরীর সময় প্রয়োগ করতে হবে। ফসল সংগ্রহ: জুলাই এর ৩য় সপ্তাহ। ফলন: ৮.০ টন/হেক্টর।
রোপা আমন ধান: ইউরিয়া ব্যতীত সকল সার জমি প্রস্তুতির শেষ পর্যায়ে দিতে হবে। ইউরিয়া সমান তিনভাগে ভাগ করে চারা রোপনের ১৫,৩০, ও ৪৫ দিন পর উপরি প্রয়োগ করতে হবে। স্টেমবোরার দমনের জন্য ফুরাডান ১৫ কেজি/হেক্টর দ্বিতীয় বার আগাছা দমনের সময় প্রয়োগকরতে হবে। ফসল সংগ্রহ: অক্টোবর এর শেষ সপ্তাহ। ফলন: ৪.৫০ টন/হেক্টর।
এই ফসল ধারার মোট আয় হেক্টর প্রতি ৯০৩০৬০ টাকা, উৎপাদন ব্যয় হেক্টর প্রতি ৪৯৮৭৪৯টাকা এবং লাভ খরচের অনুপাত ১.৮১।


প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে কথা বলুন।
 
Back