Back  
Print This Document

প্রযুক্তির বিবরণ

প্রযুক্তির নাম :পাবনার চরাঞ্চলের মসুর + সরিষা-বোনা আউশ-মাসকলাই ফসল বিন্যাসে সার সুপারিশমালা

বিস্তারিত বিবরণ : 
নিবিড় ফসল চাষাবাদে মাটির স্বাস্থ্য, গুণাগুণ এবং ফসলের উৎপাদনশীলতা দিন দিন হুমকির সম্মুখীন হচ্ছে। এ পেক্ষিতে ফসলের উৎপাদনশীলতা বৃদ্ধিতে এবং মাটির স্বাস্থ্য ও গুণাগুণ রক্ষণাবেক্ষণে সুষম মাত্রায় সার প্রয়োগ জরুরী। এই উদ্দেশ্যে পাবনার চরাঞ্চলের লাভ জনক ফসল বিন্যাসে মসুর + সরিষা- বোনা আউশ-মাসকলাইতে সুষম মাত্রার সার সুপারিশ করা হয়। এই সুপারিশমালা অনুযায়ী মাটির পরীক্ষার উপর ভিত্তি করে নাইট্রোজে,ফসফরাস,পটাশিয়াম,সালফার এবং জিংক এর ১০০%+ নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম এর ২৫% বৃদ্ধিকৃত মাত্রা, মসুর+সরিষা-বোনা আউশ-মাসকলাই ফসল বিন্যাসের ফলন বৃদ্ধি করে এবং মাটির গুণাগুণ ও স্বাস্থ্য রক্ষা করে।উপযোগী অঞ্চল: পাবনা ও কৃষি পরিবেশ অঞ্চল ১১ এর অনুরূপ অঞ্চল।
উৎপাদন প্রযুক্তি
মসুরের জন্য বারি মসুর-৬, সরিষার জন্য বারি সরিষা-১৪, বোনা আউশ ধানে স্থানীয় জাত হাসি কলমি এবং মাসকলাই এর বারি মাস-৩ জাত ব্যবহার করতে হবে। মসুর (হেক্টরপ্রতি ৩০-৩৫ কেজি) ও সরিষা (হেক্টরপ্রতি ৬-৭ কেজি) ৮০:২০ অনুপাতে, আউশ ধান হেক্টরপ্রতি ৫০ কেজি এবং মাসকলাই হেক্টরপ্রতি ৩৫-৪০ কেজি হারে বীজ ব্যবহার করতে হবে।
সারের নাম পরিমান (কেজি/হেক্টর)
মসুর + সরিষা বোনা আউশ ধান মাসকলাই
ইউরিয়া ৫৫ ১০৯ ৫৫
টিএসপি ১৫০ ৫৫ ৯৫
এমওপি ৫০ ৪০ ৩০
জিপসাম ১১৩ ৩৮ ৫৬
জিংক সালফেট
বোরিক এসিড - -

সার প্রয়োগ পদ্ধতি, আন্ত: পরিচর্যা ও ফলনঃ
মসুর+সরিষা: ইউরিয়া ছাড়া সকল সার শেষ জমি প্রস্তুতের সময় এবং ইউরিয়া বপনের ১৫-২০ দিন পর উপরি প্রয়োগ করতে হবে। মসুরের বীজ বপনের পূর্বে সারারাত পানিতে ভিজিয়ে রাখতে হবে। ফসলের স্বাভাবিক বৃদ্ধির জন্য বপন থেকে ফুল আসার আগ পর্যন্ত ২ বার আগাছা দমন করতে হবে। রোভরাল ৫০ ডব্লিউপি ২.৫ গ্রাম হারে ৫ বার ৭-১০ দিন পর পর প্রয়োগ করে মসুরের স্টেমফাইলাম ব্লাইট এবং সরিষার অল্টারনেরিয়া ব্লাইট রোগ দমন করা যায়। বপনের ৩৫ দিন পর রিপকর্ড ৫০ ইসি পাতা খেকো পোকা দমনের জন্য প্রয়োগ করতে হবে। ফসল সংগ্রহ: ফেব্রুয়ারির ২য় থেকে তৃতীয় সপ্তাহ। ফলন: মসুর ১.০৮ টন/হেক্টর এবং সরিষা ০.৩১ টন/হেক্টর।
বোনা আউশ ধান: ইউরিয়া সার ছাড়া অন্যানা সকল সার শেষ জমি প্রস্তুতের সময় এবং ইউরিয়া সমান তিন কিস্তিতে রোপনের ১৫, ৩০ এবং ৪৫ দিন পর প্রয়োগ করতে হবে। ফসল সংগ্রহ: আগষ্টের ২য় সপ্তাহ। ফলন: ২.৮১ টন/হেক্টর। জীবনকাল: ১০৩ দিন।
মাসকলাই: সকল সার শেষ জমি প্রস্তুতের সময় প্রয়োগ করতে হবে। ফসল সংগ্রহ: নভেম্বরের ২য় সপ্তাহ। ফলন: ০.৮৭ টন/হেক্টর।
এই ফসল ধারার মোট আয় হেক্টর প্রতি ২২৫৯৬০ টাকা, উৎপাদন ব্যয় হেক্টর প্রতি১৩৮৪৯৫ টাকা এবং লাভ খরচের অনুপাত ১.৬৩।


প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে কথা বলুন।
 
Back