Back  
Print This Document

প্রযুক্তির বিবরণ

প্রযুক্তির নাম :সরিষা-বোরো ধান-পাট-রোপা আমন ধান: টাংগাইল অঞ্চলের একটি অধিক উৎপাদনশীল ফসল বিন্যাস

বিস্তারিত বিবরণ : 
টাংগাইল অঞ্চলে বোরো ধান কর্তনের পর ৮০ দিনেরও বেশি জমি পতিত থাকে এবং উক্ত অঞ্চলে ফসলের নিবিড়তা ২০০%। যদি স্বল্প মেয়াদী রোপা আমন ও বোরো ধানের পরে আগাম পাট বোনা যায় তবে চার ফসল ভিত্তিক ফসল সহজে চাষ করা সম্ভব। পাট সহজেই উঁচু থেকে মধ্যম নিচু জমিতে চাষ করা যায়। যদিও সেখানে মাটির রসের স্বল্পতা থাকে। পাটের অবশিষ্টাংশ মাটির উর্বরতা বৃদ্ধিতে এবং পরবর্তী ধান ফসলের জন্য উপকারে আসে। সরিষা, বোরো, পাট এবং আমন ধানের উচ্চ ফলনশীল অন্তভূর্ক্ত করণের মাধ্যমে ফসলের নিবিড়তা এবং অর্থনৈতিক লাভ বৃদ্ধি সম্ভব। উন্নত এই ফসল ধারায় ধানের সমতুল্য ফলন ২২.৪৩ টন/হেক্টর/বছর যেখানে প্রচলিত ধারায় সরিষা-বোরো-রোপা আমন ধানে ১১.৭৬ টন/হেক্টর/বছর। উপযোগী অঞ্চল: টাংগাইল এবং কৃষি পরিবেশ অঞ্চল ৭,৮, ৯ ও ২৮ এর অনুরূপ অঞ্চল।
উৎপাদন প্রযুক্তি
সরিষার জন্য বারি সরিষা-১৪, বোরো ধানের জন্য ব্রি ধান২৮, পাটের জন্য ও-৯৮৯৭ এবং রোপা আমন ধানের বিনাধান-৭ জাত ব্যবহার করতে হবে। বীজের হার হবে যথাক্রমে হেক্টরপ্রতি ৭, ৫০, ৬ এবং ৫০ কেজি। সরিষা নভেম্বরের ২য় থেকে ৩য় সপ্তাহ, বোরো ধান ফেব্রুয়ারির ৩য় সপ্তাহে, পাট মে মাসের ২য় সপ্তাহে এবং রোপা আমন ধান আগষ্ট এর ২য় সপ্তাহে বপন/রোপন করতে হবে।
সারের নাম পরিমান (কেজি/হেক্টর)
সরিষা বোরো ধান পাট রোপা আমন ধান
ইউরিয়া ২০০-২৫০ ৩০০ ২০০ ১৬৫
টিএসপি ১৫০-১৭০ ৭৫ ৫০ ৯০
এমওপি ৭০-৮৫ ১২০ ৬০ ৫৬
জিপসাম ১২০-১৫০ ৮৩ ৯৫ ৫৩
জিংক সালফেট ১০ - ১০
বরিক এসিড - - -

সার প্রয়োগ পদ্ধতি, আন্ত: পরিচর্যা ও ফলনঃ
সরিষা: অর্ধেক ইউরিয়া সার এবং অন্যান্য সকল সার শেষ জমি প্রস্তুতের সময় প্রয়োগ করতে হবে। বাকী ইউরিয়া বপনের ২৫ দিন পর অর্থাৎ ফুল আসার সময় প্রয়োগ করতে হবে। সরিষাতে ১০-১২ এবং ২০- ২২ দিনের ভিতরে দুই বার অতিরিক্ত চারা এবং আগাছা তুলে ফেলতে হবে। ফসল সংগ্রহ: ফেব্রুয়ারির ১ম সপ্তাহ। ফলন: ১.৫০ টন/হেক্টর।
বোরো ধান: নাইট্রোজেন বাদে অন্যান্য সকল সার শেষ জমি প্রস্তুতের সময় এবং ইউরিয়া সার ৩টি সমান কিস্তিতে রোপনের ১০, ৩০ এবং ৪৫ দিন পর প্রয়োগ করতে হবে। ধানে সাধারণত: মোট জীবন কালের তিন ভাগের এক ভাগ সময় পর্যন্ত জমি অবশ্যই আগাছা মুক্ত রাখতে হবে। জমিতে ১০-১৫ সেন্টিমিটার পানি রাখতে পারলে আগাছার উপদ্রব কম হয়। ফসল সংগ্রহ: মে মাসের ২য় সপ্তাহ।ফলন: ৫.৭২ টন/হেক্টর।
পাট: এক তৃতীয়াংশ ইউরিয়া সার এবং বাকী অন্যান্য সকল সার শেষ জমি প্রস্তুতের সময় এবং বাকী ইউরিয়া দুইটি সমান কিস্তিতে বপনের ২০-২৫ এবং ৪০-৪৫ দিন পর প্রয়োগ করতে হবে। তোষা পাটে খরার সময় হলুদ মাকড়ের আক্রমণ হতে পারে। সেই সময় থিওভিট ৮০% প্রতিবার ৫ লিটার পানির সাথে ৩৫ গ্রাম পাউডার মিশিয়ে তিন দিন পাতার নীচের দিকে স্প্রে করলে মাকড় দমন করা যায়। ফসল সংগ্রহ: আগষ্টের ২য় সপ্তাহ। ফলন: ২.৫০ টন/হেক্টর।
রোপা আমন ধান: নাইট্রোজেন বাদে অন্যান্য সকল সার শেষ জমি প্রস্তুতের সময় এবং ইউরিয়া সার ৩টি সমান কিস্তিতে রোপনের ১০, ৩০ এবং ৪৫ দিন পর প্রয়োগ করতে হবে। ফসল সংগ্রহ: নভেম্বরের ২য় সপ্তাহ। ফলন: ৪.৪০ টন/হেক্টর।
এই ফসল ধারার মোট আয় হেক্টর প্রতি ৩৬০১২২ টাকা, উৎপাদন ব্যয় হেক্টর প্রতি ২০৭৩৯৬ টাকা এবং লাভ খরচের অনুপাত ১.৭৪।


প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে কথা বলুন।
 
Back