কৃষি প্রযুক্তি ভাণ্ডার
প্রযুক্তির বিবরণ
প্রযুক্তির নাম :আলু ও টমেটোর উৎপাদনে কচুরিপানা মালচ এর ব্যবহার
বিস্তারিত বিবরণ :
নোয়াখালী অঞ্চলে শুশ্ক মৌসুমে মালচ ব্যবহার করে আর্দ্রতা সংরক্ষণের মাধ্যমে মাটির লবণাক্ততা কমিয়ে সাফল্যজনকভাবে আলু ও টমেটোর চাষ করা যায়। নোয়াখালী অঞ্চলের লবণাক্ততা এলাকা ও কৃষি পরিবেশ অঞ্চল-১৮ এর অনুরুপ এলাকায় মালচ হিসেবে প্রতি হেক্টরে ৬৮ টন কচুরিপানা ব্যবহার করে আলু ও টমেটোর ফলন যথাক্রমে প্রতি হেক্টরে ২৬.৫ টন পাওয়া সম্ভব। মালচ ব্যবহার করে আলু ও টমেটোর ফলন শতকরা প্রায় ৪২.৫ ভাগ এবং ২২ ভাগ বৃদ্ধি পায়।
প্রয়োগের স্থান : লক্ষীপুর ও ফেনী জেলা (কৃষি পরিবেশ অঞ্চল ১৮ ও ১৯)।
উৎপাদন প্রযুক্তি
আলুর জন্য বারি আলু-৭ এবং টমেটোর জন্য বারি টমেটো-১৪ ব্যবহার করতে হবে। বীজের হার হবে যথাক্রমে হেক্টর প্রতি ১৫০০ কেজি এবং ২০০ গ্রাম। আলু ডিসেম্বরের প্রথম এবং টমেটো ডিসেম্বরের প্রথম সপ্তাহে রোপন করতে হবে।
সার প্রয়োগ পদ্ধতি, আন্ত: পরিচর্যা ও ফলনঃ
আলু: জমি প্রস্তুতের সময় সকল সার মাটির সাথে মিশিয়ে দিতে হবে। ফসল সংগ্রহ: মার্চের প্রথম সপ্তাহ। ফলন: ২৬.৫ টন/হেক্টর।
টমেটো: সম্পূর্ণ টিএসপি ও অর্ধেক এমওপি শেষ চাষের সময় এবং বাকি এমওপি এবং সম্পূর্ণ ইউরিয়া সমান দুই কিস্তিতে রোপণের যথাক্রমে ১৫ ও ৩০ দিন পর প্রয়োগ করতে হবে। ফসল সংগ্রহ: ফেব্রুয়ারির শেষ সপ্তাহ থেকে মার্চের ১ম সপ্তাহ। ফলন: ৬৭.৫ টন/হেক্টর।
এই ফসল ধারার মোট আয় হেক্টর প্রতি ৮০৯৮৬০ টাকা, উৎপাদন ব্যয় হেক্টর প্রতি ১৬০৫৫০ টাকা এবং লাভ খরচের অনুপাত ৫.০৪।
প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে কথা বলুন।
বিস্তারিত বিবরণ :
নোয়াখালী অঞ্চলে শুশ্ক মৌসুমে মালচ ব্যবহার করে আর্দ্রতা সংরক্ষণের মাধ্যমে মাটির লবণাক্ততা কমিয়ে সাফল্যজনকভাবে আলু ও টমেটোর চাষ করা যায়। নোয়াখালী অঞ্চলের লবণাক্ততা এলাকা ও কৃষি পরিবেশ অঞ্চল-১৮ এর অনুরুপ এলাকায় মালচ হিসেবে প্রতি হেক্টরে ৬৮ টন কচুরিপানা ব্যবহার করে আলু ও টমেটোর ফলন যথাক্রমে প্রতি হেক্টরে ২৬.৫ টন পাওয়া সম্ভব। মালচ ব্যবহার করে আলু ও টমেটোর ফলন শতকরা প্রায় ৪২.৫ ভাগ এবং ২২ ভাগ বৃদ্ধি পায়।
প্রয়োগের স্থান : লক্ষীপুর ও ফেনী জেলা (কৃষি পরিবেশ অঞ্চল ১৮ ও ১৯)।
উৎপাদন প্রযুক্তি
আলুর জন্য বারি আলু-৭ এবং টমেটোর জন্য বারি টমেটো-১৪ ব্যবহার করতে হবে। বীজের হার হবে যথাক্রমে হেক্টর প্রতি ১৫০০ কেজি এবং ২০০ গ্রাম। আলু ডিসেম্বরের প্রথম এবং টমেটো ডিসেম্বরের প্রথম সপ্তাহে রোপন করতে হবে।
সারের নাম | পরিমান (কেজি/হেক্টর) | |||||
আলু | টমেটো | |||||
ইউরিয়া | ২৫০ | ৪৫০ | ||||
টিএসপি | ১৫০ | ২৫০ | ||||
এমওপি | ২৫০ | ২৫০ | ||||
জিপসাম (গ্রাম) | ১৭০ | - |
সার প্রয়োগ পদ্ধতি, আন্ত: পরিচর্যা ও ফলনঃ
আলু: জমি প্রস্তুতের সময় সকল সার মাটির সাথে মিশিয়ে দিতে হবে। ফসল সংগ্রহ: মার্চের প্রথম সপ্তাহ। ফলন: ২৬.৫ টন/হেক্টর।
টমেটো: সম্পূর্ণ টিএসপি ও অর্ধেক এমওপি শেষ চাষের সময় এবং বাকি এমওপি এবং সম্পূর্ণ ইউরিয়া সমান দুই কিস্তিতে রোপণের যথাক্রমে ১৫ ও ৩০ দিন পর প্রয়োগ করতে হবে। ফসল সংগ্রহ: ফেব্রুয়ারির শেষ সপ্তাহ থেকে মার্চের ১ম সপ্তাহ। ফলন: ৬৭.৫ টন/হেক্টর।
এই ফসল ধারার মোট আয় হেক্টর প্রতি ৮০৯৮৬০ টাকা, উৎপাদন ব্যয় হেক্টর প্রতি ১৬০৫৫০ টাকা এবং লাভ খরচের অনুপাত ৫.০৪।
প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে কথা বলুন।