Back  
Print This Document

প্রযুক্তির বিবরণ

প্রযুক্তির নাম :প্রচলিত তামাক-বোরো-রোপা আমন ধান এর পরিবর্তে খরা এলাকার জন্য উপযোগী আলু-চিনাবাদাম-রোপা আমন ধান ফসল বিন্যাস

বিস্তারিত বিবরণ : 
জলবায়ু পরিবর্তন জনিত কারণে ফসল উৎপাদনে ঝুকি বেড়েছে। আবহাওয়ার বিভিন্ন উপাদান যেমন-তাপমাত্রা, বৃষ্টিপাত, আর্দ্রতা, দিবস দৈর্ঘ্য ইত্যাদি এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ যেমন-খরা, বন্যা, লবণাক্ততা, জলোচ্ছাস ইত্যাদি ফসল উৎপাদনে বিরুপ প্রভাব ফেলে। নীলফামারী এবং লালমনিরহাট জেলায় তামাক-বোরো-রোপা আমন একটি প্রধান ফসল বিন্যাস। কিন্তু কৃষি পরিবেশ অঞ্চল-৩ একটি খরা প্রবণ এলাকা সেখানে সেচের পানির ঘাটতি রয়েছে এবং এই অঞ্চলের মাটির পানি ধারণ ক্ষমতা খুবই কম। বোরো ধান উৎপাদনে প্রচুর পরিমাণে ভূ-গর্ভস্থ পানির ব্যবহার হয়। এমতাবস্থায় প্রচলিত ফসল বিন্যাসে বোরো ধানের পরিবর্তে চীনাবাদাম এবং তামাকের পরিবর্তে চীনাবাদাম এবং তামাকের পরিবর্তে আলুর অন্তর্ভূক্তি সুপারিশ করা হয়।প্রয়োগের স্থান: নীলফামারী, লালমনিরহাট এবং পঞ্চগড় জেলা (কৃষি পরিবেশ অঞ্চল ৩)
উৎপাদন প্রযুক্তি
আলুর জন্য বারি আলু-১, চীনাবাদামের জন্য বারি চীনাবাদাম-৮ এবং রোপা আমন ধানের ব্রি ধান৪৯ ব্যবহার করতে হবে। বীজের হার হবে যথাক্রমে হেক্টরপ্রতি ১৫০০ কেজি, ৯৫-১০০ কেজি এবং ৩০-৩৫ কেজি। আলু নভেম্বরের ৩য় থেকে ৪র্থ সপ্তাহে, চীনাবাদাম ফেব্রুয়ারির শেষ সপ্তাহে এবং রোপা আমন ধান জুলাই এর ৩য় সপ্তাহে রোপন করতে হবে। বপন/রোপন দূরুত্ব যথাক্রমে ৬০x২৫, ৩০x১৫ এবং ২০x১৫।
সারের নাম পরিমান
আলূ চীনাবাদাম রোপা আমন ধান
ইউরিয়া ২৬০ ২৬ ১৪৫
টিএসপি ২৫০ ১৬০ ২০
এমওপি ২২০ ৮৫ ৪৫
জিপসাম (গ্রাম) ১৪০ ১৭০ ৪০
জিংক সালফেট
বরিক এসিড ১০

সার প্রয়োগ পদ্ধতি, আন্ত: পরিচর্যা ও ফলনঃ
আলু: দুই তৃতীয়াংশ ইউরিয়া ও অন্যান্য সকল সার জমি শেষ চাষের সময় এবং বাকি ইউরিয়া রোপনের ৩০ দিন পর সারিতে মাটি তুলে দেয়ার সময় প্রয়োগ করতে হবে। মোট ৭-৮টি সেচ প্রয়োগ করতে হবে।রোগবালাই এবং অন্যান্য আন্ত:পরিচর্যা সময়মত করতে হবে। ফসল সংগ্রহ: ফেব্রুয়ারির ৩য় সপ্তাহ। ফলন: ২৬.০ টন/হেক্টর।
চীনাবাদাম: অর্ধেক ইউরিয়া ও অন্যান্য সকল সার বীজ বপনের পূর্বে শেষ চাষের সময় এবং বাকি অর্ধেক ইউরিয়া বপনের ৪০-৪৫ দিন পর গাছে ফুল আসার সময় প্রয়োগ করতে হবে। ফসল সংগ্রহ: জুনের ৩য় সপ্তাহ। ফলন: ২.৩ টন/হেক্টর।
রোপা আমন ধান: ইউরিয়া ব্যতীত সকল সার শেষ জমি প্রস্তুতের সময় এবং ইউরিয়া সমান তিন কিস্তিতে রোপনের ১০, ৩৫ এবং ৪৫ দিন পর প্রয়োগ করতে হবে। ফসল সংগ্রহ: নভেম্বরের ১ম ও ২য় সপ্তাহ। ফলন: ৪.১ টন/হেক্টর।


প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে কথা বলুন।
 
Back