Back  
Print This Document

প্রযুক্তির বিবরণ

প্রযুক্তির নাম :গম-পতিত-রোপা আমন ধান ফসলধারা

বিস্তারিত বিবরণ : 
পটুয়াখালী অঞ্চলে রোপা আমন ধান একটি প্রধান ফসল এবং এখানে রোপা আউশ ও রবিশস্য অবহেলিত। এর কারণ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, লবণাক্তা, খরা, অতিরিক্ত বৃষ্টিপাত, শুষ্ক মৌসুমে সেচের পানির অভাব, স্বল্প দীর্ঘ রবি মৌসুম ইত্যাদি। প্রায় ৪১% চাষযোগ্য জমি শুস্ক মৌসুমে পতিত থাকে এবং স্থানীয় জাতের দীর্ঘমেয়াদী রোপা আমন ধানের জাত চাষ করা হয়। এইসব পতিত জমিতে প্রচলিত ফসলধারার চেয়ে উচ্চ ফলনশীল গম ও ধান সহজে চাষ করা সম্ভব। এতে ধানের সমতুল্য ফলন শতকরা প্রায় ২৩৩ ভাগ বৃদ্ধি করা সম্ভব। প্রয়োগের স্থান: পটুয়াখালী ও বরগুনা জেলা (কৃষি পরিবেশ অঞ্চল-১৩)
উৎপাদন প্রযুক্তি
গমের জন্য বারি গম-২৫ এবং রোপা আমন ধানের ব্রি ধান৫৩ ব্যবহার করতে হবে। বীজের হার হবে যথাক্রমে হেক্টরপ্রতি ১২০ কেজি, এবং ৩০ কেজি। গম ডিসেম্বরের ১ম সপ্তাহে এবং রোপা আমন ধান জুলাই এর ৩য় সপ্তাহে রোপন করতে হবে।
সারের নাম পরিমান (কেজি/হেক্টর)
গম রোপা আমন ধান
ইউরিয়া ২০৬ ১৪০
টিএসপি ১০৬ ৯৫
এমওপি ৫০ ৭০
জিপসাম (গ্রাম) ১২৫ ১৪০
জিংক সালফেট ১৮ -
বরিক এসিড -

সার প্রয়োগ পদ্ধতি, আন্ত: পরিচর্যা ও ফলনঃ
গম: দুই তৃতীয়াংশ ইউরিয়া এবং সমস্ত টিএসপি, পটাশ, জিংক ও বোরন সার জমি শেষ চাষের সময় প্রয়োগ করতে হবে। অবশিষ্ট এক-তৃতীয়াংশ ইউরিয়া বীজ বপনের ১৫-২০ দিন পর উপরি প্রয়োগ করতে হবে। বীজ বপনের ২০ দিন পর এবং শীষ বের হওয়া সময় মোট ২টি সেচ দিতে হবে। অন্যান্য আন্ত:পরিচর্যা সময়মত করতে হবে। ফসল সংগ্রহ: মার্চের ৩য় সপ্তাহ। ফলন: ৩.০ টন/হেক্টর।
রোপা আমন ধান: সম্পূর্ণ টিএসপি, পটাশ ও জিপসাম জমি শেষ চাষের সময় এবং ইউরিয়া সার চারা রোপনের ১০, ৩০ এবং ৪৫ দিন পর সমান ৩ কিস্তিতে প্রয়োগ করতে হবে। আগাছা দমন এবং অন্যান্য আন্ত:পরিচর্যা সমত করতে হবে। ফসল সংগ্রহ: নভেম্বরের শেষ সপ্তাহ। ফলন: ৪.০ টন/হেক্টর।
এই ফসল ধারার মোট আয় হেক্টর প্রতি ১৪৪৪০০ টাকা, উৎপাদন ব্যয় হেক্টর প্রতি ৯০০০০ টাকা এবং লাভ খরচের অনুপাত ১.৬০।


প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে কথা বলুন।
 
Back