Back  
Print This Document

প্রযুক্তির বিবরণ

প্রযুক্তির নাম :ড্রিপ সেচ পদ্ধতিতে ফসল উৎপাদনে স্বল্পমূল্যের ড্রিপার উদ্ভাবন ।

বিস্তারিত বিবরণ : 

বিবরণ: কৃষিতে পানির অভাবজনিত সমস্যা লাঘবের জন্য ফসলের উৎপাদনশীলতা, পানি ও রাসায়নিক সার ব্যবহারের দক্ষতা বৃদ্ধি, মান সম্পন্ন ফসল উৎপাদন, তথা কৃষির টেকসই উন্নয়নের জন্য সেচ প্রযুক্তি যেমন ড্রিপ সেচের ব্যবহার ও সম্প্রসারণ অত্যাবশ্যক । ড্রিপ সেচ হলো এক প্রকার সেচ ব্যবস্থা, যেখানে ভাল্ব, পাইপ, টিউব ও ড্রিপার/এমিটার এর নেটওয়ার্ক দ্বারা নিয়মিত গাছের গোঁড়ায় পানি প্রয়োগ করা হয় যাতে প্রতি গাছের শেকড় অঞ্চল শিক্ত হয়। ড্রিপার বা এমিটার হলো ড্রিপসেচ পাদ্ধতির মূল অংশ যা পানির প্রবাহকে নিয়ন্ত্রনের মাধ্যমে ফোঁটায় ফোঁটায় পারিণত করে গাছের গোঁড়ায় ফোঁটা ফোঁটা আকারে পানি প্রয়োগ করে। ফলে ড্রিপ সেচ পদ্ধতিতে পানির সুষম বিতরণ ও ব্যবহার বৃদ্ধির মাধ্যমে ফসল উৎপাদনের জন্য স্থানীয় প্রস্তুতকারকের মাধ্যমে স্বল্প মূল্যের ড্রিপার উদ্ভাবন করা হয়েছে। যে সমস্ত এলাকায় সেচের পানির অভাব রয়েছে সে সমস্ত এলাকায় এই প্রযু্ক্তির সাহায্যে সারিতে লাগানো বিভিন্ন উচ্চমূ্ল্যের ফসল ফলানোর মাধ্যমে কৃষকের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ও দেশের খাদ্য উৎপাদন বৃদ্ধি করা সম্ভব।
বৈশিষ্ট্যসমূহ :
• ড্রিপসেচ পদ্ধতির মূল অংশ হলো ড্রিপার যা পানির প্রবহাকে নিয়ন্ত্রনের মাধ্যমে ফোঁটায় ফোঁটায় পরিণত করে এবং প্রতিটি গাছের গোড়ায় ফোঁটা ফোঁটা আকারে পানি প্রয়োগ করে।
• উদ্ভাবিত নতুন ড্রিপারের ডিসচার্জ সাধারণত ৩.২-৩.৫৬ লিটার/ঘন্টার মধ্যে উঠানামা করে যা পানির প্রেসার ও প্রস্ততকারকের উপর নির্ভর করে।
• পানির প্রেসারের পরিবতর্বনে ডিসচার্জ খুব বেশি পরিবর্তন হয় না। ফলে বর্তমানে প্রচলিত পদ্ধতিতে ১.৫ মিটার উচ্চতায় ৩০০-৫০০ লিটার ধারণ ক্ষমতার ট্যাংক স্থাপন করে প্রায় সুষম ডিসচার্জ পাওয়া যায়।
• প্রতিটি গাছ প্রায় একই পরিমাণ পানি পায় বিধায় গাছের সুষম বৃদ্ধি ঘটে।
• উদ্ভাবিত প্রতিটি ড্রিপারের মূল্য ৮-১০ টাকা। সম দক্ষতার ১টি ড্রিপার চীন ও ভারত থেকে আমদানী করলে খরচ হয় প্রায় ১৫-২৫ টাকা।

ড্রিপার / এমিটার

ড্রিপ সেচ প্রযুক্তিতে এমিটার বা ড্রিপার স্থাপনের নকশা চিত্র ।


প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে কথা বলুন।
 
Back