কৃষি প্রযুক্তি ভাণ্ডার

প্রযুক্তির বিবরণ
প্রযুক্তির নাম :সিম্পল ইথিলিন জেনারেটরের মাধ্যমে বারি মাল্টা-১ এর ডিগ্রিনিং
বিস্তারিত বিবরণ :
ইথিলিন গ্যাসের উৎস হিসেবে ২০ পিপিএম ইথোফোন ২৪ ঘন্টা প্রয়োগে পরিপক্ক-সবুজ বারি মাল্টা-১, ৫-৬ দিনের মধ্যে উজ্জ্বল হলুদ বর্ণ ধারণ করে যা কাঙ্খিত গুণমান ও গঠন ধরে রাখে । এজন্য সিম্পল ইথিলিন জেনারেটর তৈরির জন্য পেট্রিডিশ বা কটন বাড পট ব্যবহার করতে হবে। এই পাত্রে মেডিকেটেড তুলার ভেতর ৫ মিলি ইথোফোন+১০ মিলি পানি+১০ মিলি পটাশিয়াম হাইড্রক্সাইড প্রয়োগ করতে হবে । ছিদ্রহীন প্যাকেটে যেমন- ফোমের তৈরি বক্সে মাল্টা রেখে প্রতিটা বক্সের ভেতর উল্লিখিত ২টা সিম্পল ইথিলিন জেনারেটর রেখে বাক্সটি স্কচটেপ দ্বারা আটকে বায়ু চলাচলের অনুপযোগী করে ২৪ ঘন্টা রেখে দিলে ২০ পিপিএম ইথিলিন গ্যাস উৎপাদন হবে ।
মাল্টার জন্য সিম্পল ইথিলিন জেনারেটর তৈরির কৌশল: পেট্রিডিশ বা কটন বাড পটে তুলার ভেতর ৫ মিলি ইথোফোন+১০ মিলি পানি+১০ মিলি পটাশিয়াম হাইড্রক্সাইড প্রয়োগে পাওয়া যাবে =১০-১২ পিপিএম ইথিলিন গ্যাস
সিম্পল ইথিলিন জেনারেটর দ্বারা মাল্টার ডিগ্রিনিং
প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে কথা বলুন।
বিস্তারিত বিবরণ :
ইথিলিন গ্যাসের উৎস হিসেবে ২০ পিপিএম ইথোফোন ২৪ ঘন্টা প্রয়োগে পরিপক্ক-সবুজ বারি মাল্টা-১, ৫-৬ দিনের মধ্যে উজ্জ্বল হলুদ বর্ণ ধারণ করে যা কাঙ্খিত গুণমান ও গঠন ধরে রাখে । এজন্য সিম্পল ইথিলিন জেনারেটর তৈরির জন্য পেট্রিডিশ বা কটন বাড পট ব্যবহার করতে হবে। এই পাত্রে মেডিকেটেড তুলার ভেতর ৫ মিলি ইথোফোন+১০ মিলি পানি+১০ মিলি পটাশিয়াম হাইড্রক্সাইড প্রয়োগ করতে হবে । ছিদ্রহীন প্যাকেটে যেমন- ফোমের তৈরি বক্সে মাল্টা রেখে প্রতিটা বক্সের ভেতর উল্লিখিত ২টা সিম্পল ইথিলিন জেনারেটর রেখে বাক্সটি স্কচটেপ দ্বারা আটকে বায়ু চলাচলের অনুপযোগী করে ২৪ ঘন্টা রেখে দিলে ২০ পিপিএম ইথিলিন গ্যাস উৎপাদন হবে ।

মাল্টার জন্য সিম্পল ইথিলিন জেনারেটর তৈরির কৌশল: পেট্রিডিশ বা কটন বাড পটে তুলার ভেতর ৫ মিলি ইথোফোন+১০ মিলি পানি+১০ মিলি পটাশিয়াম হাইড্রক্সাইড প্রয়োগে পাওয়া যাবে =১০-১২ পিপিএম ইথিলিন গ্যাস

সিম্পল ইথিলিন জেনারেটর দ্বারা মাল্টার ডিগ্রিনিং
প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে কথা বলুন।