কৃষি প্রযুক্তি ভাণ্ডার

প্রযুক্তির বিবরণ
প্রযুক্তির নাম :কাঁঠালের রেডি-টু-ইট (ready to eat) মিনিমাল প্রসেসিং
বিস্তারিত বিবরণ :
পরিপক্ক কাঁঠাল কেটে বাল্ব সংগ্রহ করে (ভেতরের বীচি আলাদা করে ফেলতে হবে) ০.৬% অ্যাসকরবিক এসিডের দ্রবণে ৩ মিনিট চুবিয়ে রেখে উঠিয়ে পলিপ্রপাইলিন বক্সে প্যাকেজিং করে ৪±১0 সে. তাপমাত্রায় রেফ্রিজারেটরে রেখে ১২ দিন পর্যন্ত খাওয়ার উপযোগী রাখা গেছে ।এভাবে প্রস্তুতকৃত কাঁঠাল প্যাকটে খুলে সরাসরি খাওয়ারযোগ্য।
কাঁঠালের নন-ট্রিটেড বাল্ব বা কোয়া (সংরক্ষণের ৩ দিন পরের অবস্থা)
০.৬% অ্যাসকরবিক এসিড ট্রিটেড ক্লিং র্যা পকৃত পলিপ্রপাইলিন বক্সে সংরক্ষিত কাঁঠালের মিনিম্যালি প্রসেসড ‘রেডি-টু-ইট’ বাল্ব বা কোয়া (সংরক্ষণের ৩ দিন পরের অবস্থা)
প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে কথা বলুন।
বিস্তারিত বিবরণ :
পরিপক্ক কাঁঠাল কেটে বাল্ব সংগ্রহ করে (ভেতরের বীচি আলাদা করে ফেলতে হবে) ০.৬% অ্যাসকরবিক এসিডের দ্রবণে ৩ মিনিট চুবিয়ে রেখে উঠিয়ে পলিপ্রপাইলিন বক্সে প্যাকেজিং করে ৪±১0 সে. তাপমাত্রায় রেফ্রিজারেটরে রেখে ১২ দিন পর্যন্ত খাওয়ার উপযোগী রাখা গেছে ।এভাবে প্রস্তুতকৃত কাঁঠাল প্যাকটে খুলে সরাসরি খাওয়ারযোগ্য।

কাঁঠালের নন-ট্রিটেড বাল্ব বা কোয়া (সংরক্ষণের ৩ দিন পরের অবস্থা)

০.৬% অ্যাসকরবিক এসিড ট্রিটেড ক্লিং র্যা পকৃত পলিপ্রপাইলিন বক্সে সংরক্ষিত কাঁঠালের মিনিম্যালি প্রসেসড ‘রেডি-টু-ইট’ বাল্ব বা কোয়া (সংরক্ষণের ৩ দিন পরের অবস্থা)
প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে কথা বলুন।