কৃষি প্রযুক্তি ভাণ্ডার

প্রযুক্তির বিবরণ
প্রযুক্তির নাম :চার ফসল ভিত্তিক ফসলধারা আলু/মিষ্টি কুমড়া-পাট-রোপা আমন ধান রংপুর অঞ্চলের একটি লাভজনক ফসলধারা
বিস্তারিত বিবরণ :
আলু নভেম্বর মাসের শেষের দিকে লাগানোর পর ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি উত্তোলন করা শেষ হয় এবং পরবর্তীতে পাট বপণের মধ্যবর্তী ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত জমি পতিত থাকে ফলে রিলে পদ্ধিতিতে আবাদ করলে এই মধ্যবর্তী সময়ে সহজেই মিষ্টিকুমড়া আবাদ করা যায় (আলুর সাথে ৮৩ দিন রিলে সময় বাদে ৪৮ দিন)। পরিবর্তিত চার ফসল বিন্যাস আলু/মিষ্টিকুমড়া -পাট-রোপা আমন ধান এ ধানের সমতুল্য ফলন ৮৩% বৃদ্ধি করা সম্ভব হয়। মিষ্টিকুমড়া অন্তর্ভূক্ত করার ফলে প্রায় ১৩৬% নীট মুনাফা বৃদ্ধি করা সম্ভব। জমির স্বাস্থ্য, ফসল নিবিড়তা ও উৎপাদনশীলতা বৃদ্ধি পায় এবং কৃষক অর্থনৈতিকভাবে লাভবান হবে।
প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে কথা বলুন।
বিস্তারিত বিবরণ :
আলু নভেম্বর মাসের শেষের দিকে লাগানোর পর ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি উত্তোলন করা শেষ হয় এবং পরবর্তীতে পাট বপণের মধ্যবর্তী ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত জমি পতিত থাকে ফলে রিলে পদ্ধিতিতে আবাদ করলে এই মধ্যবর্তী সময়ে সহজেই মিষ্টিকুমড়া আবাদ করা যায় (আলুর সাথে ৮৩ দিন রিলে সময় বাদে ৪৮ দিন)। পরিবর্তিত চার ফসল বিন্যাস আলু/মিষ্টিকুমড়া -পাট-রোপা আমন ধান এ ধানের সমতুল্য ফলন ৮৩% বৃদ্ধি করা সম্ভব হয়। মিষ্টিকুমড়া অন্তর্ভূক্ত করার ফলে প্রায় ১৩৬% নীট মুনাফা বৃদ্ধি করা সম্ভব। জমির স্বাস্থ্য, ফসল নিবিড়তা ও উৎপাদনশীলতা বৃদ্ধি পায় এবং কৃষক অর্থনৈতিকভাবে লাভবান হবে।

প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে কথা বলুন।