Back  
Print This Document

প্রযুক্তির বিবরণ

প্রযুক্তির নাম :বিনা চাষে জাবড়া (মালচিং) প্রয়োগে রসুন আবাদে আগাছানাশক দ্বারা আগাছা দমন প্রযুক্তি

বিস্তারিত বিবরণ : 
দেশের রাজশাহী, নাটোর ও পাবনা জেলার চলন বিল ও নিচু অঞ্চ‡লর ফসল ধারার জন্য উপযোগী। রোপন সময়: নভেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে দ্বিতীয় সপ্তাহ সময়কালে (কার্তিক মাসের শেষ থেকে অগ্রহায়ণ মাসের প্রথম সপ্তাহ) বিনা চাষে জাবড়া প্রয়োগের মাধ্যমে রসুন চাষের জন্য উপযুক্ত সময়। তবে ক্ষেত্র বিশেষে উক্ত অঞ্চল সমূহে পানি শুকানোর উপর রোপণ সময় ৫-৭ দিন বিলম্ব হতে পারে। রোপণ/বপন পদ্ধতি: জলি আমন ধান (Deep water rice) কাটার পরপরই পানি সরে জমি শুকাতে শুরু করলে রসুন রোপন করতে হবে। এই পদ্ধতিতে হেক্টর প্রতি ৩৩৬-১৭৫-২৫০-২০০-৫.৬-৮ কেজি হারে (১৫৫-৩৫-১২৫-৩৬-২-১.৪ kgha-1 N-P-K-S-Zn-B) ইউরিয়া-টিএসপি-এমওপি-জিপসাম-জিংক সালফেট-বোরিক এসিড সার প্রয়োগ করতে হবে। এক্ষেত্রে, ইউরিয়া সারের এক তৃতিয়াংশ ও বাকী সমূদয় সার ভালভাবে কর্দমাক্ত জমির উপর ছিটিয়ে দিয়ে রসুনের কোয়াবীজ রোপন করে খড় দিয়ে ঢেকে দিতে হবে। বাকী ২/৩ ভাগ ইউরিয়া রোপনের ২৫, ৫০ এবং ৭৫ দিন পর সেচ পরবর্তী উপরি প্রয়োগ করতে হবে। নির্বাচিত কোয়াবীজের মাত্র ১/৩ অংশ মাটির নিচে পুতে দিতে হবে। বিনা চাষে রসুন উৎপাদনে কাঙ্খিত ফলনের জন্য ১৫ সেঃমিঃ (৬ ইঞ্চি)× ১০ সেঃমিঃ (৪ ইঞ্চি) দূরত্বে লাগvতে হবে। আগাছানাশক প্রয়োগ পদ্ধতিt রসুনের কোয়াবীজ রোপনের ২৪ ঘন্টা পূর্বে অথবা রোপনের পরপরই কর্দমাক্ত মাটির উপরে উক্ত আগাছানাকের যেকোনটি প্রয়ো‡গর মাধ্যমে সাফল্যজনকভাবে আগাছা নিয়ন্ত্রন করা যায়। এক্ষেত্রে, Panida (Pendimethalin) প্রতি লিটার পানিতে ৫ মিলি এবং Ronstar (Oxadiazol) প্রতি লিটার পানিতে ২.৫ মিলি হারে স্প্রে করতে হবে। জাবড়া প্রয়োগ (মালচিং)t কোয়াবীজ রোপনের পর পরই একর প্রতি ২২২৫-২৪২৫ কেজি হারে (৩-৪ সেমি পুরম্নত্বে) জলি আমন ধানের খড় জমিতে সমান ভাবে বিছিয়ে কোয়াবীজ ঢেকে দিতে হবে। রোগ ও পোকা-মাকড় দমন: পারপল ব্লচ (পাতা ঝলসানো) রোগ রসুনের সবচেয়ে মারাত্বক ক্ষতিকারক রোগ। এক্ষেত্রে রোভরাল ৫০ ডব্লিউ পি প্রতি ১০ লিটার পানিতে ২০ গ্রাম হারে মিশিয়ে ২-৩ বার স্প্রে করতে হবে। অপরদিকে রসুন ক্ষেতে তেমন পোকা-মাকড়ের আক্রমণ দেখা যায় না। তবে মাঝে মাঝে থ্রিপস (চুষি পোকা) ও জাবপোকা আক্রমণ দেখা যায়। এক্ষেত্রে পোকা দমনের জন্য ইমিডাক্লোপ্রিড জাতীয় কীটনাশক প্রতি লিটার পানিতে ০.৫ মিলি হারে মিশিয়ে ২-৩ বার স্প্রে করতে হবে। ফসল সংগ্রহঃ সাধারণত: কোয়াবীজ রোপনের ৬০-৬৫ দিনে কন্দ গঠন হতে শুরু করে এবং প্রায় ৯৫-১১০ দিনে কন্দ পুষ্ট হতে থাকে এবং ১৩০-১৪০ দিনে বীজ রসুন উঠানোর উপযুক্ত হয়। এ সময় গাছের পাতা হলদে বাদামী রং ধারণ করে। গাছ আস্তে আস্তে শুকিয়ে মারা যায়। কন্দের বাহিরের কোয়াগুলি স্পষ্ট হয়ে উঠে এবং কোয়ার মাঝে খাঁজ দৃষ্টিগোচর হয়। উঠানো কন্দগুলি ৫-৬ দিন ছায়াতে শুকিয়ে নিতে হবে। অতঃপর সংরক্ষণ করতে হবে।
• গবেষণালব্ধ ফলাফলে দেখা গেছে যে, বিনা চাষে জাবড়া ব্যবহারের মাধ্যমে রসুন আবাদের এক্ষেত্রে Panida (Pendimethalin) এবং Ronstar (Oxadiazol) প্রয়োগ খুবই কার্যকরীভাবে আগাছা দমন করে থাকে।
• এ দুটি আগাছানাশকই মোটামুটিভাবে ১১০ দিন থেকে ১২০ দিন পর্যমত্ম রসুন এক্ষেত্রে আগাছা মুক্ত রাখতে এক্ষেত্রে
• বাজার মূল্য হিসেবে দেখা যায় Panida (Pendimethalin) এবং Ronstar (Oxadiazol) এর মাধ্যমে আগাছা দমন করে বিনা চাষে রসুন উৎপাদন করলে অর্থনৈতিকভাবে অধিক লাভ হয়। এতে প্রতি হেক্টরে প্রকৃত মুনাফা হবে যথাক্রমে ৩,৮৯,৮৫০ এবং ৩,৫৮,৭০০ টাকা এবং প্রতি এক টাকা খরচ করে আয় হবে যথাক্রমে ২.৯৬ এবং ২.৮১ টাকা।


প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে কথা বলুন।
 
Back