Back  
Print This Document

প্রযুক্তির বিবরণ

প্রযুক্তির নাম :ছত্রাকনাশক ব্যবহারের মাধ্যমে গাঁদা ফুলের ঝলসানো রোগ দমন

বিস্তারিত বিবরণ : 
বাংলাদেশে গাঁদাফুল একটি অর্থকরী ফসল হিসেবে ব্যপক চাষ হয়ে আসছে। বাংলাদেশের সরকারী জাতীয় দিবস, বিবাহ, জন্ম উৎসব, গৃহসজ্জাসহ অন্যান্য সব অনুষ্ঠানে গাঁদা ফুল ব্যাপকভাবে ব্যবহৃত হয় । প্রতিকূল আবহাওয়ায় বিভিন্ন রোগ দ্বারা গাঁদা ফুল আক্রান্ত হয়। এর মধ্যে অলটারনারিয়া নামক ছত্রাক দ্বারা পাতায় দাগ ও ফুলের ঝলসানো রোগ হয়ে থাকে, ফলশ্রুতিতে ফল ঝলসে পচে গিয়ে ফলন কমে কৃষক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়। গাঁদা গাছের অলটারনারিয়া পাতায় দাগ এবং ফুলের ঝলসানো রোগের আক্রমণের প্রাথমিক অবস্থায় ছত্রাকনাশক Difenoconazole (স্কোর ২৫০ ইসি ৥২ মিলি) অথবা Iprodione (রোভরাল ৫০ ডব্লিউপি ৥২ গ্রাম/লিটার) পানিতে মিশিয়ে ১৫ দিন পরপর ৪ বার স্প্রে করে অত্যন্ত কার্যকরী ও লাভজনকভাবে এ রোগ নিয়ন্ত্রন করা যায়।
• এ প্রযুক্তি স্বল্প খরচে সহজে ব্যবহার করা যায়।
• প্রযুক্তিটি ব্যবহারের মাধ্যমে গাঁদা ফুলের জীবনকাল বা সংগ্রহের সময় প্রায় ১ মাস পর্যন্ত বৃদ্ধিপাবে এবং ফলন ৩-৪ গুণ বাড়ানো সম্ভব।
• এ প্রযুক্তি ব্যবহারের ফলে হেক্টর প্রতি ৫-৫.৫ লক্ষ টাকা অতিরিক্ত মুনাফা অর্জিত হয়।


প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে কথা বলুন।
 
Back