Back  
Print This Document

প্রযুক্তির বিবরণ

প্রযুক্তির নাম :রোপা আমন ধানের সাথে সাথী ফসল হিসেবে খেসারী এবং সরিষার মিশ্র চাষ

বিস্তারিত বিবরণ : 
রোপা আমন ধান কাটার ১০-১৫ দিন পূর্বে মাটিতে বিদ্যমান আর্দ্রতা ব্যবহার করে ৮০ ভাগ খেসারী (বারি খেসারী-৫; বীজ হার: ৭০ কেজি/হেক্টর) এবং ২০ ভাগ সরিষা (বারি সরিষা-১১; বীজ হার:০৭ কেজি /হেক্টর) ছিটিয়ে বপন করতে হবে । এক্ষেত্রে মাটির আর্দ্রতা কম হলে বীজ বপনের পূর্বে খেসারী বীজ ৮-১০ ঘণ্টা ভিজিয়ে রাখার পর বাতাসে ভালোভাবে শুকিয়ে বপন করতে হবে । বীজ বপনের পূর্বে ইউরিয়া সার বাদে অন্যান্য রাসায়নিক সার (ডাল ফসলের জন্য সুপারিশকৃত সারের মাত্রা অনুযায়ী) ছিটিয়ে দিতে হবে এবং ইউরিয়া সার বীজ বপনের ১৫ দিন পর পর দুই কিস্তিতে সন্ধার আগে উপরি প্রয়োগ করতে হবে । এ পদ্ধতিতে চাষ করলে খেসারীর ফলন প্রায় ১০০০ কেজি/হেক্টর এবং সরিষার ফলন প্রায় ৩০০ কেজি /হেক্টর পাওয়া যায় ।
i) একক ফসল চাষের ঝুঁকি কমে, জমি চাষের খরচ থাকে না এবং সর্বোপরি মোট উৎপাদন বৃদ্ধি পায়।
ii) এতে একক ফসল চাষের তুলনায় খেসারীর সমতুল্য ফসল শতকরা ১০ ভাগ বৃদ্ধি করা সম্ভব।
iii) সরিষার গাছ কিছুটা শক্ত হওয়ায় খেসারীর গাছকে খাড়া রাখতে সহায়তা করে । ফলে খেসারীর অধিক পরিমাণে ফুল ও ফল হয়।
iv) সাথী ফসল হিসেবে খেসারী চাষযোগ্য এলাকায় প্রযুক্তি রবি মৌসুমে ব্যবহার করা যাবে।


প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে কথা বলুন।
 
Back