Back  
Print This Document

প্রযুক্তির বিবরণ

প্রযুক্তির নাম :চার ফসল ভিত্তিক ফসলধারা বোরো-রোপা আউশ-রোপা আমন ধান/মাসকলাই টাঙ্গাইলের মির্জাপুর অঞ্চলের একটি লাভজনক ফসলধারা

বিস্তারিত বিবরণ : 
আমন ধান কাটার ১০-১৫ দিন পূর্বে জমির অবশিষ্ট আর্দ্রতা ব্যবহার করে সাথী ফসল হিসাবে মাসকলাই চাষ জমি তৈরির খরচ ও সময় বাঁচায় এবং সামগ্রিক উৎপাদন বৃদ্ধি পায়। তাই রোপা আমন ধানের জমিতে সাথী ফসল হিসাবে মাসকলাই চাষ করে ভালো ফলন পাওয়া যায় এবং দুই ফসলি জমিকে তিন ফসলি এবং তিন ফসলি জমিকে চার ফসলি জমিতে রম্নপামত্মর করে ফসলের নিবিড়তা বাড়ানো সম্ভব। কৃষকের প্রচলিত বোরো-রোপা আউশ-রোপা আমন ধান ফসল ধারায় স্বল্পমেয়াদী উচ্চ ফলনশীল রোপা আমন ধান ও মাসকলাই সমন্বয় করে বোরো-রোপা আউশ-রোপা আমন ধান/মাস কলাই ফসল বিন্যাস উদ্ভাবন করা হয়েছে। এই ফসল বিন্যাস অবলম্বন করে কৃষক অধিক ফলন পেয়ে আর্থিকভাবে লাভবান হবে। এছাড়া মৃত্তিকার উর্বরা শক্তি বৃদ্ধিতে এই ফসল বিন্যাস যথেষ্ট অবদান রাখবে। মোটকথা কৃষকের আয় বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি বিশেষ করে নারী কর্মসংস্থান সৃষ্টিতে অবদান রাখবে। চার ফসল ভিত্তিক নতুন ফসল বিন্যাসে (বোরো-রোপা আউশ-রোপা আমন ধান/মাসকলাই) কৃষকের প্রচলিত বোরো-রোপা আউশ-রোপা আমন ধান ফসল বিন্যাসের তুলনায় ধানের সমতুল্য ফলন ৩৫.৯৬% বৃদ্ধি পেয়েছে। গবেষণালদ্ধ চার ফসল ভিত্তিক ফসল বিন্যাসে কৃষকের প্রচলিত ফসল বিন্যাসের তুলনায় অতিরিক্ত ১৭.৯৩% খরচ করে নিট মুনাফা ৮২.৬৩% বৃদ্ধি পেয়েছে। এতে ফসলের নিবিড়তা ও সামগ্রিক উৎপাদনশীলতা বৃদ্ধি পাওয়ায় কৃষক আর্থিকভাবে লাভবান হবে।


প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে কথা বলুন।
 
Back