Back  
Print This Document

প্রযুক্তির বিবরণ

প্রযুক্তির নাম :কিশোরগঞ্জের হাওর অঞ্চলে এক ফসল ধারার পরিবর্তে (পতিত-বোরো ধান-পতিত) দুই ফসল ধারার (সরিষা-বোরো ধান-পতিত) প্রবর্তন ও কৃষকের আয় বৃদ্ধি

বিস্তারিত বিবরণ : 

* দুই ফসলধারা প্রবর্তনে স্বল্প মেয়াদী বারি সরিষা-১৭ এর ব্যাপক জনপ্রিয়তা ও প্রসার লাভ করে।
* দুই ফসল ভিত্তিক শস্য ধারায় (সরিষা-বোরোধান-পতিত) ধানের সমতুল্য ফলন ১২.৬৯ টন/হে: যা এক ফসল ভিত্তিক শস্য ধারা (পতিত-বোরোধান-পতিত) (৭.২৮ টন/হে:) অপেক্ষা ৬২% বেশি।
* দুই ফসল ভিত্তিক শস্য ধারায় মোট মুনাফা (১১৩৬০৫ টাকা/হেঃ) যা এক ফসল ভিত্তিক শস্য ধারা অপেক্ষা ১০৫% বেশি।
* দুই ফসল ভিত্তিক শস্য ধারায় প্রামিত্মক আয় ব্যয়ের অনুপাত ২.৫


প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে কথা বলুন।
 
Back