কৃষি প্রযুক্তি ভাণ্ডার

প্রযুক্তির বিবরণ
প্রযুক্তির নাম :সাতক্ষীরা এলাকায় প্রচলিত পতিত-বোরো-রোপা আমন ধান ফসল বিন্যাসের পরিবর্তে বিকল্প ও লাভজনক মটরশুঁটি-বোরো-রোপা আমন ধান ফসল বিন্যাসের প্রবর্তন
বিস্তারিত বিবরণ :
সাতক্ষীরা জেলার প্রধান শস্য বিন্যাস হলো পতিত-বোরো-রোপা আমন ধান, যা উক্ত জেলার মোট আবাদি জমির প্রায় ৩৩% (৬২,২৫০ হেক্টর)। এ বিশাল এলাকায় আমন ও বোরো ধানের মধ্যবর্তী সময়ে সহজেই স্বল্প জীবনকাল (৬৫-৭০ দিন) ও উচ্চফলনশীল বারি মটর শুঁটি (১২-১৪ টন/হেক্টর) চাষাবাদ করা যায়। ফলে একদিকে যেমন ফসলের নিবিড়তা ও উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে, অপরদিকে স্বল্প উৎপাদন খরচে কৃষকগণ আর্থিকভাবে লাভবান হবেন। প্রচলিত ফসল বিন্যাসের পরিবর্তে বিকল্প ফসল ধারা মটরশুঁটি- বোরো-রোপা আমন ধান চাষাবাদে প্রায় ৬০% বেশী ধানের তুল্য ফলন পাওয়া যায় (২৯.৯২ টন/হেক্টর/বছর) এবং প্রায় ৭৩.৮২% বেশী মুনাফা পাওয়া যায়।
প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে কথা বলুন।
বিস্তারিত বিবরণ :
সাতক্ষীরা জেলার প্রধান শস্য বিন্যাস হলো পতিত-বোরো-রোপা আমন ধান, যা উক্ত জেলার মোট আবাদি জমির প্রায় ৩৩% (৬২,২৫০ হেক্টর)। এ বিশাল এলাকায় আমন ও বোরো ধানের মধ্যবর্তী সময়ে সহজেই স্বল্প জীবনকাল (৬৫-৭০ দিন) ও উচ্চফলনশীল বারি মটর শুঁটি (১২-১৪ টন/হেক্টর) চাষাবাদ করা যায়। ফলে একদিকে যেমন ফসলের নিবিড়তা ও উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে, অপরদিকে স্বল্প উৎপাদন খরচে কৃষকগণ আর্থিকভাবে লাভবান হবেন। প্রচলিত ফসল বিন্যাসের পরিবর্তে বিকল্প ফসল ধারা মটরশুঁটি- বোরো-রোপা আমন ধান চাষাবাদে প্রায় ৬০% বেশী ধানের তুল্য ফলন পাওয়া যায় (২৯.৯২ টন/হেক্টর/বছর) এবং প্রায় ৭৩.৮২% বেশী মুনাফা পাওয়া যায়।
প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে কথা বলুন।