Back  
Print This Document

প্রযুক্তির বিবরণ

প্রযুক্তির নাম :চার ফসল ভিত্তিক ফসলধারা আলু-মুগবীন-রোপা আউশ-রোপা আমন ধান শেরপুর অঞ্চলের একটি লাভজনক ফসলধারা

বিস্তারিত বিবরণ : 
প্রযুক্তির প্রভাব (মানব সাস্থ্য, মাটি ও পরিবেশ): মুগ প্রোটিন সমৃদ্ধ একটি ডাল ফসল। লিগিউমিনাস জাতীয় ফসল হওয়ায় মুগডাল চাষে জমির উর্বরতা বৃদ্ধি পায়। আলু সবজি হিসেবে সারা বছর ব্যবহার করা যায় এবং ফলন বেশি হওয়ায় কৃষক লাভবান হয। শস্য বিন্যাসে দুইটি ধান অমত্মর্ভুক্ত হওয়ায় দানাদার খাদ্যে নিরাপত্তা অর্জনে সহায়ক ভুমিকা পালন করে। শস্য বিন্যাসে বোরো ধানের পরিবর্তে মুগডাল অমত্মর্ভুক্ত হওয়ায় Rwgi De©iZv e„w× cvq Ges পানির ব্যবহার কমিয়ে ভূগর্ভস্থ পানির অপচয় রোধ করা যায় । প্রযুক্তির বৈশিষ্ট্য
•রবি মৌসুমে কৃষকের শস্য বিন্যাসের সাথে নতুন ফসল বারি আলু-২৫ অন্তর্ভুক্ত করা হয় ।
•স্বল্পমেয়াদী মুগবীন (বারি মুগ-৬) বপন করে সময়মত রোপা আউশ রোপন করা সম্ভব হয়।
•স্বল্পমেয়াদী রোপা আমন ব্রি ধান৪৯ রোপন করে সময়মত আলু বপন করা সম্ভব হয়।
•উদ্ভাবিত শস্য বিন্যাসে ধানের সমতুল্য ফলন অধিক (২৯.৯৯ টন/হেক্টর/বছর) পাওয়া যায় যেখানে কৃষকের শস্য বিন্যাসে (৯.৫৯ টন/হেক্টর/বছর) ফলন পাওয়া যায় যাহা উদ্ভাবিত শস্য বিন্যাসের এক তৃতীয়াংশ ।
•কৃষকের শস্য বিন্যাসের চেয়ে উদ্ভাবিত শস্য বিন্যাসে মোট আয় শতকরা ৩৪৭ ভাগ বৃদ্ধি পায় ।


প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে কথা বলুন।
 
Back