Back  
Print This Document

প্রযুক্তির বিবরণ

প্রযুক্তির নাম :প্রযুক্তির নাম: আদার কন্দ পঁচা (Rhizome rot) রোগের সমন্বিত দমন ব্যবস্থাপনা

বিস্তারিত বিবরণ : 

• গবেষণা কাজটি মসলা গবেষণা কেন্দ্র, শিবগঞ্জ, বগুড়ায় পর পর ৩ বছর করা হয়েছে।
• এ রোগ দমনের জন্য বিভিন্ন ধরণের ট্রিটমেন্ট জমিতে প্রয়োগ করা হয়েছে।
• তিন বছরের ফলাফলে ট্রিটমেন্ট গুলোর মধ্যে আদার কন্দ জমিতে লাগানোর পূর্বে রিডোমিল গোল্ড প্রতি লিটার পানিতে ২.৫ গ্রাম হারে মিশিয়ে তার মধ্যে আধা ঘন্টা ভিজিয়ে রেখে ছায়াতে শুকিয়ে নিয়ে জমিতে লাগিয়ে এবং তারপর জমিতে বর্দোমিক্সার (১ লিটার পানিতে ১০ গ্রাম চুন ও ১০ গ্রাম তুঁতে) কন্দ লাগানোর ৩০ দিন পর হতে ২০ দিন পর পর নভেম্বর মাস পর্যমত্ম গাছের গোড়ায় মাটিতে স্প্রে করে রোগটি দমন করা যায় ও ফলন বৃদ্ধি পায়।
• এই প্রযুক্তিটি ২০২০ সালে উদ্ভাবিত হয়েছে।
• আদার কন্দ পঁচা (Rhizome rot) রোগ দমন হবে।
• আদার ফলন বৃদ্ধি পাবে।


প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে কথা বলুন।
 
Back