Back  
Print This Document

প্রযুক্তির বিবরণ

প্রযুক্তির নাম :মরিচের চোয়ানিফোরা রোগ (Management of choanephora blight of chilli) দমন

বিস্তারিত বিবরণ : 

• গবেষণা কাজটি মসলা গবেষণা কেন্দ্র, শিবগঞ্জ, বগুড়ায় পর পর ৩ বছর করা হয়েছে।
• এ রোগ দমনের জন্য সাত ধরণের ছত্রাকনাশক দ্বারা পর পর ৩ বছর মরিচের চোয়ানিফোরা রোগ দমনের উপর গবেষণা করা হয়েছে।
• ছত্রাকনাশক গুলো মরিচ গাছে রোগ দেখা দেয়ার সাথে সাথেই ১০ দিন পর পর ৪ বার গাছে স্প্রে করা হয়েছে।
• তিন বছরের ফলাফলে ট্রিটমেন্ট গুলোর মধ্যে এমিস্টার টপ (০.১%) অথবা অটোস্টিন (০.১৫%) অথবা রিডোমিল গোল্ড (০.২%) মরিচ গাছে রোগ দেখা দেয়ার সাথে সাথেই ১০ দিন পর পর ৪ বার গাছে স্প্রে করলে মরিচের চোয়ানিফোরা রোগ দমন হয় ও ফলন বৃদ্ধি পায়।
• এই প্রযুক্তিটি ২০২১ সালে উদ্ভাবিত হয়েছে।
• মরিচের চোয়ানিফোরা রোগ দমন হয়।
• মরিচের ফলন বৃদ্ধি পায়।


প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে কথা বলুন।
 
Back