Back  
Print This Document

প্রযুক্তির বিবরণ

প্রযুক্তির নাম :নরসিংদী অঞ্চলের অম্লীয় মাটিতে বায়োচার প্রয়োগে মাটির অম্লত্ব প্রশমন ও ফুলকপি- ঢেঁড়শ -পুঁইশাক ফসল ধারার উৎপাদনশীলতা বৃদ্ধি

বিস্তারিত বিবরণ : 
ফসল ধারা ফুলকপি ঢেঁড়শ পুইঁশাক
জাত স্নো হোয়াই গ্রীনফিংগার বারি পুইঁশাক
মৌসুম রবি খরিপ-১ খরিপ-২
বপন সময়/রোপন সময় নভেম্বরের প্রথম সপ্তাহ মার্চের প্রথম সপ্তাহ জুনের প্রথম সপ্তাহ
বপন/রোপনের পদ্ধতি সারি থেকে সারি (সেমি)বীজ/চারাথেকে বীজ/চারা(সেমি) ৩৫দিন বয়সী চারা, ৫০, ৫০ ২টি করে বীজ, ২০ , ২০ ৩৫ দিন বয়সী চারা, ২০, ১৫
সেচ ব্যবস্থাপনা প্রয়োজনমত প্রয়োজনমত প্রয়োজনমত
আগাছাদমন প্রয়োজনমত প্রয়োজনমত প্রয়োজনমত
রোগ ও পোকাদমন প্রয়োজনমত প্রয়োজনমত প্রয়োজনমত
ফসল সংগ্রহের সময় জানুয়ারির শেষ সপ্তাহ হতে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত এপ্রিলের প্রথম সপ্তাহ হতে মে এর শেষ সপ্তাহ পর্যন্ত জুলাই এর শেষ সপ্তাহ হতে অক্টোবরের প্রথম সপ্তাহ পর্যন্ত



প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে কথা বলুন।
 
Back