Back  
Print This Document

প্রযুক্তির বিবরণ

প্রযুক্তির নাম :কুমড়াজাতীয় ফসলরে পাউডারী মলিডউি ও শিকড়ে গিট কৃমি/রুট নট নেমাটোড রোগ এবং তার দমন ব্যবস্থাপনা

বিস্তারিত বিবরণ : 

• সুস্থ ও সবল চারা ব্যবহার করতে হব।ে
• চারা লাগানোর জায়গা র্গত করে প্রতি র্গতে ৬ কজেি র্অধ-পচাঁ মুরগীর বিষ্ঠা অথবা ৫০০ গ্রাম নমিরে/সরষিার খলৈ মাটির সাথে ভালভাবে মিশিয়ে দিয়ে কমপক্ষে ১৫ দিন পচাঁতে হবে অথবা প্রতি র্গতে ২ কজেি হারে ট্রাইকো-জবৈ কম্পোষ্ট/ট্রাইকো-র্ভামি কম্পোষ্ট মাটরি সাথে ভালভাবে মশিয়িে দয়িে কমপক্ষে ৫ দনি রখেে দতিে হব।
• অতঃপর চারা রােপন/বীজ বপন এর সময় প্রতি গাছরে র্গতে ২০ গ্রাম হারে ফুরাডান ৫ জি প্রয়োগ করে চারা রােপন/বীজ বপন করলে কৃমি রোগ সঠকিভাবে দমন করা যায়।
• পাউডারী মলিডউি রোগরে প্রকোপ কমানোর জন্য জমরি আশে পাশে কুমড়া জাতীয় অন্য যে কোন রকমরে সবজি চাষ থকেে বরিত থাকা এবং আগাম চাষ করে রোগরে প্রকোপ কমানো।
• পাউডারী মলিডউি রোগে আক্রান্ত পাতা বা গাছ সংগ্রহ করে পুড়য়িে ধ্বংস করে ফলো।
• আক্রমণ বশেি হলে সালফার গ্রুপরে ছত্রাকনাশক যমেন: মকে সালফার ৮০ ডব্লউি পি ২গ্রাম/ল.ি পানতিে অথবা থয়িোভটি ২ গ্রাম/লটিার পানতিে মশিয়িে ১০-১২ অন্তর অন্তর ৩ বার আক্রান্ত গাছে স্প্রে করতে হবে বৈশিষ্ট্যসমূহ:
• এই প্রযুক্তি ব্যবহারে একসাথে দুই ধরনের (ছত্রাকজনিত পাউডারী মিলডিউ এবং কৃমি জাতীয়) রোগ দমন করা যায়।
• প্রযুক্তিটি পরিবেশ বান্ধব।


প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে কথা বলুন।
 
Back