Back  
Print This Document

প্রযুক্তির বিবরণ

প্রযুক্তির নাম :বেগুনের ব্যাকটেরিয়া জনিত ঢলে পড়া রোগের সমন্বিত দমন ব্যবস্থাপনা

বিস্তারিত বিবরণ : 

• যে জমিতে বেগুন চাষ করা হয়নি এমন জমি নির্বাচন করতে হবে।
• রোগ প্রতিরোধী জাত যেমন বারি বেগুন ৮ চাষ করতে হবে।
• আক্রান্ত গাছের অবশিষ্টাংশ পুড়িয়ে ফেলতে হবে। আক্রান্ত জামিতে সেচের পরিমান কমিয়ে দিতে হবে ।
• আক্রান্ত জমিতে ধান/অন্য নন-হোষ্ট ফসল ৩-৪ বছর চাষ করা।
• জৈব সার যেমন Poultry refuse প্রয়োগ করা যা মাটিতে উপকারী জীবাণুর সংখ্যা বৃদ্ধি করে এবং ঢলে পড়া রোগের জীবাণু পরিমান কমায়।
• জমিতে উচু বেড তৈরী করে কালো পলিথিন দিয়ে ঢেকে দিতে হবে।
• জৈব-বালাইনাশক যেমন- এন্টাগোনিস্টিক ব্যাকটেরিয়া B. Subtilis @ ২৫ গ্রাম ট্যালক ফরমুলেশন প্রতি লিটার পানিতে মিশিয়ে চারা রোপনের ২০-৩০ মিনিট পূর্বে গোড়া ভিজিয়ে রোপন করতে হবে অথবা চারা রোপনের পূর্বে Trichoderma harzianum @ ৫ গ্রাম/চারা হারে জমিতে প্রয়োগ করতে হবে।
• Thiozole গ্রুপের ব্যাকটেরিয়া নাশক চারা রোপনের ২ মাস পর ১৫ দিন পর পর স্প্রে করতে হবে। বৈশিষ্ট্যসমূহ :
• এই প্রযুক্তিটি পরিবেশ বান্ধব এবং সহজে ব্যবহার যোগ্য।
• এই প্রযুক্তি ব্যবহার করে কৃষক অর্থনৈতিকভাবে লাভবান হবে।


প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে কথা বলুন।
 
Back