Back  
Print This Document

প্রযুক্তির বিবরণ

প্রযুক্তির নাম :মাটিতে ট্রাইকো-জৈব-কম্পোষ্ট ব্যবহার করে চারা অবস্থায় মসুরের রোগসমূহ দমন ব্যবস্থাপনা

বিস্তারিত বিবরণ : 

• মসুরের রোগ প্রতিরোধী জাত যেমনঃ বারি মসুর-৮ ও বারি মসুর -৯চাষ করতে হবে ।
• জমি উত্তমরুপে চাষ করতে হবে।
• পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে।
• মাটিতে ট্রাইকো-জৈব-কম্পোষ্ট ৩ টন প্রতি হেক্টরে বীজ বপনের ৫ দিন পূর্বে মাটিতে প্রয়োগ করে মাটির সাথে মিশিয়ে দিতে হবে।
•ফসলের পরিত্যক্ত অংশ পুড়িয়ে ফেলতে হবে। বৈশিষ্ট্যসমূহ :
•এই প্রযুক্তিটি পরিবেশ বান্ধব এবং সহজে ব্যবহার যোগ্য।
• এই প্রযুক্তি ব্যবহার করে একসাথে মসুরের অনেকগুলো রোগ দমন করা যায়।


প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে কথা বলুন।
 
Back