Back  
Print This Document

প্রযুক্তির বিবরণ

প্রযুক্তির নাম :বেগুনের ফল পঁচা রোগের দমন ব্যবস্থাপনা

বিস্তারিত বিবরণ : 

• রোগ প্রতিরোধী জাত ব্যবহার উত্তম পদ্ধতি। গবেষণায় দেখা গেছে যশোর লোকাল, বোতলি বেগুন, কাটা বেগুন, দীঘিনালা ও ঈশ্বরদী -১ রোগ প্রতিরোধী জাত।
• যেহেতু এটা বীজবাহিত রোগ বীজ শোধনের মাধ্যমে এ রোগ দমন করা যায়। গরম পানিতে (৫১০ c, ১৫ মিনিট) বীজ শোধন করে ভাল ফল পাওয়া যায়। কার্বেনডাজিম (Autostin)ও প্রোভেক্স মিশ্রণে বীজ শোধন করেও ফল পঁচা রোগ দমন করা যায়।
• মাঠে রোগ দেখা দিলে অটোস্টিন (০.২%) স্প্রে করে রোগের তীব্রতা কমানো যায়।
• পরিষ্কার-পরিচ্ছন্ন মাঠে চারা লাগানো বা পরিচ্ছন্ন নার্সারিতে চারা উৎপাদন রোগ দমন ব্যবস্থাবলির মধ্যে অন্যতম।
• রোগমুক্ত ক্ষেতের ফল থেকে বীজ সংগ্রহ ও রোগমুক্ত বীজ বপন রোগ দমনের সহায়ক উপায়।
• একই জমিতে পৌনঃপুণিক বেগুনের চাষ না করে অন্য ফসলের চাষ করলে ফল পঁচা রোগের তীব্রতা কমে যায়।
• ফসল সংগ্রহ শেষে ফসলের অবশিষ্টাংশ পুড়িয়ে মাটির সাথে ভালভাবে মিশিয়ে দিতে হবে।
• ইহা একটি সহজে ব্যবহার যোগ্য প্রযুক্তি।
• এই প্রযুক্তি ব্যবহার করে বেগুনের বাজার মূল্য বৃদ্ধি পাওয়ায় কৃষক অর্থনৈতিকভাবে লাভজনক হবে।


প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে কথা বলুন।
 
Back