কৃষি প্রযুক্তি ভাণ্ডার

প্রযুক্তির বিবরণ
প্রযুক্তির নাম :মরিচের এনথ্রাকনোজ রোগ দমন ব্যবস্থাপনা
বিস্তারিত বিবরণ :
• মরিচ চাষের জন্য জমিতে ৬-৮ ইঞ্চি উঁচু করে বেড তৈরি করে মরিচ চাষ করতে হবে।
• মাঠে রোগ দেখা যাওয়ার সাথে সাথে ম্যানকোজেব+মেটালাক্সিল গ্রুপের ছত্রাকনাশক যেমনঃ ইন্ডোফিল প্রতি লিটার পানিতে ২ গ্রাম হারে মিশিয়ে ১০ দিন অন্তর অন্তর ২-৩ বার স্প্রে করতে হবে।
• পানি নিস্কাশনের ব্যবস্থা করতে হবে।
• সুস্থ ও সবল মরিচ থেকে বীজ সংগ্রহ করতে হবে।
• প্রোভেক্স-২০০ বা অটোস্টিন (প্রতি কেজি বীজে ২.৫ গ্রাম) দ্বারা বীজ শোধন করে বপন করতে হবে।
• গাছের পরিত্যক্ত অংশ ও আগাছা ধ্বংস করে ফেলতে হবে।
• এই প্রযুক্তিটি পরিবেশ বান্ধব এবং সহজে ব্যবহার যোগ্য।
• এই প্রযুক্তি ব্যবহারের ফলে মরিচের বাজারমূল্যে বৃদ্ধি পায় বিধায় কৃষক অর্থনৈতিকভাবে লাভবান হয়।
প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে কথা বলুন।
বিস্তারিত বিবরণ :
• মরিচ চাষের জন্য জমিতে ৬-৮ ইঞ্চি উঁচু করে বেড তৈরি করে মরিচ চাষ করতে হবে।
• মাঠে রোগ দেখা যাওয়ার সাথে সাথে ম্যানকোজেব+মেটালাক্সিল গ্রুপের ছত্রাকনাশক যেমনঃ ইন্ডোফিল প্রতি লিটার পানিতে ২ গ্রাম হারে মিশিয়ে ১০ দিন অন্তর অন্তর ২-৩ বার স্প্রে করতে হবে।
• পানি নিস্কাশনের ব্যবস্থা করতে হবে।
• সুস্থ ও সবল মরিচ থেকে বীজ সংগ্রহ করতে হবে।
• প্রোভেক্স-২০০ বা অটোস্টিন (প্রতি কেজি বীজে ২.৫ গ্রাম) দ্বারা বীজ শোধন করে বপন করতে হবে।
• গাছের পরিত্যক্ত অংশ ও আগাছা ধ্বংস করে ফেলতে হবে।
• এই প্রযুক্তিটি পরিবেশ বান্ধব এবং সহজে ব্যবহার যোগ্য।
• এই প্রযুক্তি ব্যবহারের ফলে মরিচের বাজারমূল্যে বৃদ্ধি পায় বিধায় কৃষক অর্থনৈতিকভাবে লাভবান হয়।
প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে কথা বলুন।