কৃষি প্রযুক্তি ভাণ্ডার
প্রযুক্তির বিবরণ
প্রযুক্তির নাম :শসার কিউকামবার মোজাইক ভাইরাস রোগের সমন্বিত দমন।
বিস্তারিত বিবরণ :
• পোকা প্রতিরোধী নেটের ভিতর চারা উৎপাদন করা।
• সুস্থ সবল রোগমুক্ত চারা বাছাই করে রোপন করা।
• প্রাথমিক পর্যায়ে আক্রান্ত গাছ উঠিয়ে মাটিতে পুতে ফেলতে হবে।
• জমি আগাছা মুক্ত রাখতে হবে।
• জমিতে চারা রোপনের পর হলুদ আঠাল পলিথিন ফাঁদ ব্যবহার করা এবং বায়োনিম (Bio-neem) প্রতি লিটার পানিতে ২ মিলি লিটার বা ইমিডাক্লোপ্রিড (Imidacloprid) গ্রম্নপের কীটনাশক প্রতি লিটার পনিতে ১ মিলি লিটার হারে চারা রোপনের এক মাস পর থেকে শুরু করে ১২দিন অমত্মর অমত্মর ৩/৪ টি স্প্রে করে শসার কিউকামবার মোজাইক ভাইরাস রোগের আক্রমন অনেকাংশে দমন করা সম্ভব।
• এই প্রযুক্তিটি পরিবেশ বান্ধব এবং সহজে ব্যবহার যোগ্য।
• এই প্রযুক্তি ব্যবহারের ফলে শশার ফলন ৬০% পর্যন্ত বৃদ্ধি করা সম্ভব।
প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে কথা বলুন।
বিস্তারিত বিবরণ :
• পোকা প্রতিরোধী নেটের ভিতর চারা উৎপাদন করা।
• সুস্থ সবল রোগমুক্ত চারা বাছাই করে রোপন করা।
• প্রাথমিক পর্যায়ে আক্রান্ত গাছ উঠিয়ে মাটিতে পুতে ফেলতে হবে।
• জমি আগাছা মুক্ত রাখতে হবে।
• জমিতে চারা রোপনের পর হলুদ আঠাল পলিথিন ফাঁদ ব্যবহার করা এবং বায়োনিম (Bio-neem) প্রতি লিটার পানিতে ২ মিলি লিটার বা ইমিডাক্লোপ্রিড (Imidacloprid) গ্রম্নপের কীটনাশক প্রতি লিটার পনিতে ১ মিলি লিটার হারে চারা রোপনের এক মাস পর থেকে শুরু করে ১২দিন অমত্মর অমত্মর ৩/৪ টি স্প্রে করে শসার কিউকামবার মোজাইক ভাইরাস রোগের আক্রমন অনেকাংশে দমন করা সম্ভব।
• এই প্রযুক্তিটি পরিবেশ বান্ধব এবং সহজে ব্যবহার যোগ্য।
• এই প্রযুক্তি ব্যবহারের ফলে শশার ফলন ৬০% পর্যন্ত বৃদ্ধি করা সম্ভব।
প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে কথা বলুন।