Back  
Print This Document

প্রযুক্তির বিবরণ

প্রযুক্তির নাম :নারিকেলের পাতার দাগ ও কুড়ি পঁচা (বাড রট) রোগের দমন ব্যবস্থাপনা

বিস্তারিত বিবরণ : 

• পরিচ্ছন্নতাকরণ (২ বার, মে মাসে ১ম বার এবং অক্টোবর মাসে ২য় বার) +
• গাছ পরিস্কার করার সাথে সাথে অটোস্টিন (কার্বেন্ডাজিম) @ ২ গ্রাম/লিটার পানিতে মিশিয়ে পাতায় প্রথম বার এবং ১৫ দিন পর দ্বিতীয়বার স্প্রে করা+সিকিউর (ফেনামিডিন+ ম্যানকোজেব) @ ২ গ্রাম/ লিটার পানিতে মিশিয়ে গাছের কুঁড়িতে ২ বার ১৫ দিন অন্তর স্প্রে করা।
• এই প্রযুক্তি ব্যবহার করে নারিকেলের ফলন ৫০% বৃদ্ধি করা সম্ভব।
• এই প্রযুক্তি ব্যবহার করে নারিকেল চাষিরা অর্থনৈতিক ভাবে লাভবান হবে।


প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে কথা বলুন।
 
Back