Back  
Print This Document

প্রযুক্তির বিবরণ

প্রযুক্তির নাম :সমন্বিত পদ্ধতির মাধ্যমে গ্লাডিওলাস ফুলের ফিউজেরিয়াম উইল্ট রোগ দমন ব্যবস্থাপনা

বিস্তারিত বিবরণ : 
গ্লাডিওলাস ফুলের ফিউজিরিয়াম উইল্ট বা গোড়া পঁচা একটি মারাত্মক রোগ। ফিউজিরিয়াম প্রজাতির ছত্রাক দ্বারা এ রোগ সংঘটিত হয়। গাছের গোড়ায় করমে এ রোগের আক্রমণ শুরু হয়। করম পঁচে যায়, পাতা হলুদ হয়ে যায়, গাছ দুর্বল হয়ে পড়ে এবং আস্তে আস্তে গাছ মারা যায়। রোগটি করম এবং মাটি বাহিত বিধায় একবার করম আক্রান্ত হলে বংশ পরস্পরায় চলতে থাকে এবং উৎপাদন ব্যাহত হয়।
বৈশিষ্ট্যসমূহ :

 গ্লাডিওলাস করম বপনের ২৫ দিন আগে পচাঁ মুরগীর বিষ্ঠা ৫টন/হেক্টর হারে জমিতে প্রয়োগ করে সেচ দিয়ে ভিজিয়ে রাখতে হবে। মাটি শুকালে ভালোভাবে নেড়ে ও ঢেলা ভেঙ্গে মিহি করে নিতে হবে
 করম লাগানোর পূর্বে ০.২% অটোস্টিন দ্রবনে ১৫ মিনিট শোধন করে তা বাতাসে শুকিয়ে রোপন করতে হবে
 করম বপনের ৪৫ দিন পর ০.২% অটোস্টিন দ্রবন আবারো চারার গোড়ায় ও গোড়ার আশেপাশের মাটিতে প্রয়োগ করতে হবে
 পরবর্তীতে ফুল উৎপাদনের পর করম উত্তোলনের সময় করম-কে আবারো ০.২% অটোস্টিন দ্রবনে ১৫ মিনিট শোধন করে বাতাসে শুকিয়ে গুদামজাত করতে হবে।


প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে কথা বলুন।
 
Back