Back  
Print This Document

প্রযুক্তির বিবরণ

প্রযুক্তির নাম :সয়াবিন-রোপা আউশ-রোপা আমন নোয়াখালী অঞ্চলের একটি লাভজনক ফসলবিন্যাস

বিস্তারিত বিবরণ : 
বিষয় সয়াবিন রোপা আউশ রোপা আমন
জাত বারি সয়াবিন-৫ ব্রি ধান৪৮ ব্রি ধান৪৯
বপন/রোপন সময় ১৮-২৮ ডিসেম্বর ১৫-২০ মে ২৫-৩০ আগস্ট
বপন/রোপন দূরত্ব ৪০×১০ সে.মি. ২০×১৫ সে.মি. ২০×১৫ সে.মি
সারের মাত্রা (কেজি/হেক্টর)
ইউরিয়া ৬০ ২৫০ ২৩০
টিএসপি ১৭৫ ১১০ ১০০
এমওপি ১২০ ১৩০ ১২০
জিপসাম ১০০ ৬০ ৫৮
জিংক সালফেট ২৫ ১০
বরিক এসিড ১০
সার প্রয়োগ পদ্ধতি অর্ধেক ইউরিয়া সার ও অন্যান্য সকল সার শেষ চাষের সময় মাটির সাথে ভালভাবে মিশিয়ে দিতে হবে। বাকী অর্ধেক ইউরিয়া বীজ বপনের ২০-২৫ দিন পর, নিড়ানো পরে উপরি প্রয়োগ করতে হবে। অর্ধেক ইউরিয়া বাদে সমস্ত সার শেষ চাষের সময় জমিতে প্রয়োগ করতে হবে। ইউরিয়া সমান ৩ কিস্তিতে প্রয়োগ করতে হবে। প্রথম কিস্তি চারা রোপনের ৭-১০ দিন পর, দ্বিতীয় কিস্তি ২০ দিন পর এবং তৃতীয় কিস্তি ৩০-৩৫ দিন পর উপরি প্রয়োগ করতে হবে। অর্ধেক ইউরিয়া বাদে সমস্ত সার শেষ চাষের সময় জমিতে প্রয়োগ করতে হবে। ইউরিয়া সমান ৩ কিস্তিতে প্রয়োগ করতে হবে। প্রথম কিস্তি চারা রোপনের ৭-১০ দিন পর, দ্বিতীয় কিস্তি ২০ দিন পর এবং তৃতীয় কিস্তি ৪০-৪৫ দিন পর উপরি প্রয়োগ করতে হবে।
কর্তনের সময় ২৬-৩০ এপ্রিল ১৫-২০ আগস্ট ১৫-২০ ডিসেম্বর
মাঠে ফসলের সময় কাল (দিন) ১২৪-১২৯ ৯১-৯৪ ১১২-১১৭
দুই ফসলের মধ্যবর্তী সময় (দিন) ৩-৮ ১৯-২০ ১০-১২
প্রযুক্তি হতে ফলন/প্রাপ্তি
বিয়ষ ফসল বিন্যাসের বিবরণ
সয়াবিন রোপা আউশ রোপা আমন
ফলন (টন/হেক্টর) ১.৮ ৪.১৪ ৪.০৯

ধানের সমতুল্য ফলন (টন/হেক্টর) : ১২.৪
লাভ ক্ষতির বিবরণ (টাকা/হেক্টর):
মোট আয় : ৩৪৯০২৫
উৎপাদন ব্যয় : ১৭৫৩৮০
মুনাফা : ১৭৩৬৪৫
বৈশিষ্ট্য সমুহ :
• নোয়াখালী অঞ্চলে সয়াবিন-পতিত-রোপা আমন একটি প্রচলিত ফসলবিন্যাস। এ ফসল বিন্যাসে সয়াবিন ও রোপা আমনের মধ্যবর্তী সময়ে রোপা আউশ আবাদ করা হয়েছে।
• উন্নত তিন ফসল ভিত্তিক ফসল বিন্যাস সয়াবিন-রোপা আউশ-রোপা আমন ধান চাষ করাতে ধানের সমতুল্য ফলন ফলন প্রচলিত ফসল বিন্যাসের চেয়ে ৬৪% বৃদ্ধি পেয়েছে।
• প্রচলিত ফসল ধারায় একটি ধান ফসল (ব্রি ধান৪৮) অন্তর্ভূক্ত করায় এবং রোপা আমন এর উন্নত জাত (ব্রি ধান৫২) ব্যবহার করায় এই উন্নত ফসল বিন্যাসে নীট মুনাফা প্রায় শতকরা ৬৪ ভাগ বৃদ্ধি পেয়েছে।
• নোয়াখালী অঞ্চলের মাঝারী উঁচু ও উঁচু জমিতে এ প্রযুক্তি ব্যহারযোগ্য।


প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে কথা বলুন।
 
Back