Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : সাতকরা ফল
বিস্তারিত :সাতকরা গাছের পাতার উপর আঁকাবাঁকা রেখার মত অসংখ্য সাদা দাগ দেখা দিচ্ছে ও ক্রমান্বয়ে সেগুলো মরে যাচ্ছে।

উত্তর/মতামত

আপনার সাতকরা ফসলে লিফ মাইনার নামক পোকার আক্রমণ হয়ে থাকতে পারে। নতুন পাতা গজানোর সময় ম্যালাথিয়ন গ্রুপের কীটনাশক ১ মিলি হারে প্রতি লিটার পানিতে মিশিয়ে ১৫ দিন পর পর ২ বার স্প্রে করুন।