Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : Pum
বিস্তারিত :Pum gacer production shomporke jante cai

উত্তর/মতামত

পাম গাছ একটি অর্থকরী তৈল উৎপাদনকারী ফসল। আশির দশকে বাংলাদেশে প্রথম পাম গাছের চাষ শুরু হলেও মূলত ২০০৯ সালের দিকে বাংলাদেশের অনেক জেলায় NGO এর মাধ্যমে পাম গাছের বিস্তার ঘটে। বাংলাদেশে সাধারণত ডোরা (Dura) জাতের পাম গাছের সংখ্যা বেশী যাহার ফলন তুলনামূলক অনেক কম। মালেশিয়ায় উদ্ভাবিত হাইব্রিড জাত পিসিফেরা (Pisifera) ও টেনেরা (Tenera) জাতের পাম গাছ পূর্বের তুলনায় ২৫% ফলন বেশী দিতে পারে। একটি পামগাছ রোপন হইতে ৩-৪ বছরের মধ্যে ফল আসতে শুরু করে এবং উপযুক্ত পরিবেশ ও ব্যবস্থাপনায় সারা বৎসর একটি পাম গাছ হতে ফল আহরণ করা যায়। বর্তমান বিশ্বে মালেশিয়া ও ইন্দোনেশিয়ায় সবচেয়ে বেশী পরিমাণ পাম চাষ হয়ে থাকে। বাংলাদেশের প্রেক্ষাপটে পাম বাগাম প্রতিষ্ঠা ও আশানুরূপ ফলনের জন্য নিম্নলিখিত বিষয়ের উপর আমাদের গুরুত্ব দিতে হবে।
১। আবহাওয়া : i) ট্র্যাপিক্যাল জুলবায়ু
ii) তামপাত্রা :২৫-৩৩ ০ C
iii) বৃষ্টিপাত :২০০
iv) শুষ্ক মৌসুম : :অবশ্যই সেচের ব্যবস্থা
২। মুত্তিকার গুনাগণ ব্যবস্থাপনাৰ
৩। বীজের জাত : ডোরা, পিসিফেরা ও টেনেরা
৪। বীজ হতে চারা উৎপাদন প্রযুক্তি
৫। রোপণ দুরত্ব : চারার দুরত্ব (৪-৫ ফুট)
৬। সার ও পানি ব্যবস্থাপনা
৭। রোগ ও পোকামাকড় ব্যবস্থাপনা
উপরোক্ত তথ্যাদি ছাড়াও বিষয় ভিত্তিক প্রশ্ন/জিঞ্চাসা থাকলে নিম্নলিখিত ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।
ড. মো: সাখাওয়াৎ হোসেন
এসএসও, তৈলবীজ গবেষণা কেন্দ্র, বারি গাজীপুর