Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : আমের মুকুল
বিস্তারিত :maer mukul pora jaber karon........

উত্তর/মতামত

বিভিন্ন কারণে আমের মুকুল ঝড়ে পড়তে পারে, তারমধ্যে এ্যানথ্রাকনোজ ও হুপার আক্রমণে হতে পারে এবং সেচের অভাবেও হতে পারে।
প্রতিকার :
এ্যানথ্রাকনোজ ও হুপারের আক্রমণ রোধ করার জন্য ২ গ্রাম ইন্ডোফিল এম-৪৫ এবং ০.২ গ্রাম কনফিডর প্রতি লিটার পানিতে মিশিয়ে মুকুল আসার পর (মুকুল ৪-৬" লম্বা হলে) ফুল ফোটার আগে একবার ও ফল মটরদানা আকৃতি পর্যায়ে আরেকবার স্প্রে করতে হবে।
সেচ : আমের অধিকাংশ ফুল ফুটলে (full bloom) পর্যায়ে থেকে শুরু করে ১৫ দিন অন্তর ৪ বার আম গাছ সেচ দিতে হবে।