Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : dalim er rog
বিস্তারিত :Amar gacher dalim dhorar por pakar agaei poche jay. er protikar ki

উত্তর/মতামত


ডালিম পচার বিভিন্ন কারণ থাকতে পারে
১। অলটারনারিয়া জনিত ফলের দাগ বা এনথ্রাকনোজ নামক রোগ হতে পারে।
২। ডাল ছিদ্রকারী পোকার আক্রমণ হতে পারে
৩। ফল ছিদ্রকারী পোকার আক্রমণ হতে পারে
৪। সুষম সারের অভাব হতে পারে।
প্রতিকার :
১। অলটারনারিয়া জনিত ফলের দাগ বা এনথ্রাকনোজ নামক রোগ হলে আক্রান্ত ফল, পাতা সব সংগ্রহ করে গর্তের মধ্যে রেখে পুড়িয়ে ফেলতে হবে।
২। অলটারনারিয়ার জন্য ম্যানকোজেব (০.২%) ২গ্রাম/লি: পানিতে মিশিয়ে ১৫ দিন পর পর ৩ বার স্প্রে করা।
৩। এনথ্রাকনোজ হলে কারবেনডাজমি (০.১%) বেভিষ্টিন ১গ্রাম/লিটার পানিতে মিশিয়ে ১৫ দিন পর পর ৩ বার স্প্রে করা।
৪। ফল ছিদ্রকারী পোকার জন্য -যখন ফল মার্বেল সাইজ হবে তখন ফলে বেগিঙং (কাপড় বা কাগজ) করা।
উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগ, বারি, গাজীপুর।