Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : সবজি সমস্যা।কুমড়া
বিস্তারিত : কুকড়ার বোটা ও ফল হলুদ হয়।

উত্তর/মতামত


ফলের বোঁটা এবং ফল একাধিক কারণে হলুদ হতে পারে। ছবি না দেখে সুুনির্দিষ্ট কারণ বলা সম্ভব নহে
পরাগায়নের অভাবে ফল set হচ্ছে না। ফলে ফলের internal growth hormone এর কারণে ফল কিছুটা বৃদ্ধি হলেও অবশেষে হলোদ হয়ে মরে যাচ্ছে। এই অবস্থায় কারণে ফলের বোঁটাও হলুদ হয়ে যাচ্ছে।
সম্ভাব্য সমাধান :
প্রতিদিন ভোর থেকে সকাল ৯:০০ ঘটিকার মধ্যে পুরুষ ফুলের পরাগরেণু দ্বারা স্ত্রী ফুলের গর্ভমুন্ড পরাগায়ন করতে হবে।
বিশেষ মন্তব্য : আক্রান্ত অংশের ছবি পাঠালে সমস্যার কারণ নির্ণয়ে সুবিধা হবে।