Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : নারিকেল গাছের পরিচর্যা
বিস্তারিত :আমাদের বাড়ি ময়মনসিংহ জেলায় আমাদের বাড়িতে নারিকেল গাছ লাগানো হয় কিন্ত ২ বা ৩ বছর ভাল যায় তার পর উপর থেকে আস্তে আস্তে কেন মরে যায়

উত্তর/মতামত


সাধারনত নিম্নলিখিত কারনে নারিকেল গাছ উপর থেকে আস্তে আস্তে মরে যায়
১) বাড রট বা কুঁড়ি পচা রোগ: এ রোগে কচি পাতা বিবর্ণ হয়ে বাদামী বর্ণ ধারন করে এবং আক্রান্ত পাতার বোটা আলগা হয়ে ঝুলে পড়ে। প্রতিকার: রোগের প্রাথমিক অবস্থায় ৪-৫ গ্রাম “সিকিউর” প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে। মৃত প্রায় গাছ কেটে পুড়িয়ে ফেলতে হবে।
২) রেড পাম উইভিল: এ পোকা গাছের অগ্রভাগের নরম অংশ ছিদ্র করে ভিতরে প্রবেশ করে এবং মধ্যবর্তী নরম কোষগুলো খেয়ে সুরঙ্গ সৃষ্টি করে।
প্রতিকার: একতারা ৫ এসজি ৫ গ্রাম/লিটার পানিতে মিশিয়ে সিরিঞ্জ দিয়ে ছিদ্রের মধ্যে দিতে হবে, বাগান আগাছামুক্ত রাখা এবং বছরে দুইবার নারিকেল গাছের মাথা পরিষ্কার করতে হবে।