Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : গাছে ফল না হওয়া
বিস্তারিত :Amrr ekta komla lebu and akta kagoji lebu gas asa but gas a full hoina + foll o but gas din din boro hoiai jaita ki korbo amee. mati shar mati tau ei obstha

উত্তর/মতামত

কমলা লেবু এবং কাগজী লেবু উভয় গাছের ফল ধারণের জন্য গাছে নিয়মিত সার, পানি দেয়া ও অতিরিক্ত পানি নিষ্কাশন করা এবং পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা থাকাটা জরুরী ১) গাছ স্থায়ীযুক্ত স্থানে থাকলে রোদের ব্যবস্থা করা ২) শীতকালে দুর্বল ও রোগাক্রান্ত ডালপালা ছাটাই (pruning) করা ৩) ছাটাই এর পর বর্ধিত স্থানে বর্দো পেস্টের প্রলেপ দেয়া ৪) গাছের গোড়ার দিকে ডাল শোষক (সরু, লম্বা ডাল পালা) বের হলেই কেটে ফেলতে হবে। বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন: www.bari.gov.bd বিএআরআই কৃষি প্রযুক্তি হাতবই (২য় খন্ড) ফল ফসল।
ফল বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বারি, গাজীপুর