Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : ১০ বছরের নারিকেল গাছের পরিচর্যা
বিস্তারিত :১০ বছরের নারিকেল গাছের যত্ন ও সঠিক পরিমান সারের পরিমান ও প্রয়োগ পদ্ধতি সম্বন্ধে জানালে উপকৃত হতাম্

উত্তর/মতামত

নারিকেল গাছের যত্ন:
আগাছা দমন করা, শুষ্ক মৌসুমে ১০-১৫ দিন পরপর এবং সার প্রয়োগের পর সেচ দেয়অ, বর্ষা মৌসুমে অতিরিক্ত পানি নিষ্কাশন করা এবং নারিকেল গাছের মাথার ময়লা-আবর্জনা পরিষ্কার করা।
সারের পরিমান (১০ বছরের গাছ): গোবর -২০ কেজি, ইউরিয়া-৮০০ গ্রাম, টিএসপি-৪০০গ্রাম, এমওপি-১৫০০ গ্রাম, জিপসাম-২৫০ গ্রাম, জিন্ক সালফেট- ৮০ গ্রাম, বরিক এসিড-২০ গ্রাম।
উল্লিখিত সার ২ ভাগ করে প্রথম ভাগ ভাদ্র-আশ্বিন মাসে এবং দ্বিতীয় ভাগ জৈষ্ঠ মাসে গাছের গোড়া থেকে ১ মিটার দুরত্বে ২০-৩০ সেমি: গভীরে প্রয়োগ করতে হবে। সার প্রয়োগের পর মাটি কুপিয়ে দিয়ে প্রয়োজনে সেচ দিতে হবে।
ফল বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বিএআরআই, গাজীপুর