Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : lotkon and kathal
বিস্তারিত :lotkon gas 2 bosorer. er sarer matra ki hbe, kokhn dite hobe r kivabe proyog ktte hbe. kathal gaser full bodite onek sada sada fenar mto dekha jay. puro gas e. r goray uui poka ase. r gaser boyos 5yr. sar kivabe dibo r kkhn dibo?

উত্তর/মতামত

২ বছরের লটকন গাছের জন্য সারের পরিমান গোবর- ১০ কেজি, টিএসপি-২০০ গ্রাম, ইউরিয়া-৩০০ গ্রাম, এমওপি-২০০ গ্রাম, জিপসাম-১০০ গ্রাম। গাছের গোড়ার ০৫-১.০ মিটার দূর থেকে যতটুকু জায়গায় দুপুর বেলা ছায়া পড়ে এতটুকু জায়গায় সার ছিটিয়ে কোদাল দিয়ে মাটিতে মিশাতে হবে। মাটি শুকনা থাকলে পানি সেচের ব্যবস্থা করতে হবে। ইউরিয়া এবং এমওপি সমান ৩ ভাগ করে ১ম ভাগ বাকি সারগুলো সাথে ফুল আসার আগে দিতে হবে। বাকি ২ ভাগ ইউরিয়া ও এমওপি জুন-জুলাই এবং সেপ্টেম্বর-অক্টোবর মাস এ প্রয়োগ করতে হবে। ৫ বছরের কাঁঠাল গাছের জন্য গোবর ৪০-৫০ কেজি, ইউরিয়া-৬০০ গ্রাম, টিএসপি-৭৫০ গ্রাম, এমওপি-৪০০ গ্রাম, জিসাম-৩০০ গ্রাম । ইউরিয়া এবং এমওপি সমান দুই ভাগ করে ১ম ভাগ অন্যান্য সারের সাথে এপ্রিল-মে মাসে এবং ২য় ভাগ ইউরিয়া ও এমওপি সেপ্টেম্বর-অক্টোবর মাস এ প্রয়োগ করতে হবে। সেচের ব্যবস্থা করতে হবে। উই পোকার আক্রমন রোধ করতে ডারসবান ২০ ইসি বা পাইরিফস ৪০ ইসি ২ মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে গাছের গোড়ার দিকে স্প্রে করতে হবে।